বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমোর বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি

- আপডেটের সময় : ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ৪০৭ টাইম ভিউ
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা সরকারি হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুর নবী রাজুর স্ত্রী মৌসুমী কিবরিয়া ও শ্যালক-শালিকা নিয়ে লাইসেন্স ছাড়াই চালাচ্ছেন হলি লাইফ স্পেশালাইস্ট হসপিটালের চিকিৎসা কার্যক্রম। এসব অভিযোগে ১৬ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো নুর নবী রাজুর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবরে পৃথক দুইটি অভিযোগ পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঙ্গলবার বিকেলে তার নিকট দেয়া অভিযোগ তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস জানান, ভ্রাম্যমাণ আদালত হলি লাইফ স্পেশালাইস্ট হাসপিটালে সরকারী ঔষধ, মেয়াদোত্তীর্ণ পরীক্ষা সামগ্রী পাওয়াসহ নানা অনিয়মের দায়ে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো নুর নবী রাজুর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবরে পৃথক দুইটি অভিযোগ রয়েছে। তার বরাবরে দেয়া অভিযোগ তদন্তের জন্য মঙ্গলবার বিকেলে তিনি তদন্ত কমিটি গঠন করেছেন।