ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

বড়লেখায় সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / ৪২১ টাইম ভিউ

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজারে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে স্থানীয় অটোরিকশা স্ট্যান্ড কমিটি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজারে সরকারি জায়গার ওপর প্রায় ২০ বছর আগে সিএনজি চালিত অটোরিকশার একটি স্ট্যান্ড স্থাপন করা হয়। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন অনুদানে গাড়ির রাখার জন্য স্ট্যান্ডটির কার্যালয় স্থাপনসহ উন্নয়ন কাজ হয়েছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি স্ট্যান্ড সংলগ্ন গাড়ি রাখার সরকারি জায়গায় পাকা দোকান ঘর তৈরির চেষ্টা করছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ কাজ উচ্ছেদ করে স্ট্যান্ডে গাড়ি রাখার ব্যবস্থা করে দেয়। সম্প্রতি প্রভাবশালীরা আবারও সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। এ অবস্থায় স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই এলাকার বাসিন্দা বিলাল উদ্দিন, সিরাই মিয়া, আব্দুল আজিজ, মঈন উদ্দিন, কয়েছ আহমদের বিরুদ্ধে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সড়ক জনপথ (সওজ), দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য বিলাল উদ্দিন, সিরাই মিয়া, আব্দুল আজিজ, মঈন উদ্দিন ও কয়েছ আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। মুঠোফোন বন্ধ পাওয়ায় বিলাল উদ্দিন ও সিরাই মিয়ার বক্তব্য জানা যায়নি। তবে আব্দুল আজিজ, মঈন উদ্দিন ও কয়েছ আহমদের সাথে কথা হয়েছে।
মঈন উদ্দিন বলেন, ‘জায়গাটি সরকারি ঠিক আছে। স্ট্যান্ডও সরকারি জায়গায়। আমি অন্যজনের কাছে থেকে দখলসূত্রে মালিক হয়েছি।’
আব্দুল আজিজ বলেন, ‘জায়গাটা যাদের পূর্ব পুরুষের ছিল তারা আমার কাছে জায়গার দখল বিক্রি করছে। আমি দখল সূত্রে মালিক।’
কয়েছ আহমদ বলেন, ‘স্ট্যান্ডের সাথে আমার কোনো ঝামেলা থাকার কথা নয়। জায়গাটি পূর্ব পুরুষের থেকে আমার ব্যক্তিমালিকানাধীন। তারা কেনো অভিযোগ দিয়েছে বুঝতে পারছি না।’
অফিসবাজার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক সালমান আহমদ নাসির বলেন, ‘স্ট্যান্ডটি ২০ বছর থেকে প্রতিষ্ঠিত। স্ট্যান্ডে সরকারি অনুদানে মাঠি ভরাট হয়েছে। আমাদের অনেক শ্রমিক। গাড়ি রাখার বিকল্প জায়গা নেই। এ অবস্থায় প্রভাবশালীরা স্ট্যান্ড সংলগ্ন গাড়ি রাখার জায়গায় ঘর নির্মাণ করার চেষ্টা করেছেন। আমরা প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।’
লিখিত অঅভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান শনিবার বলেন, ‘সার্ভেয়ার পাঠিয়ে জায়গাটি সার্ভে (পরিমাপ) করা হবে। যদি সরকারি জায়গা হয়ে থাকে, তাহলে বিধি মোতাবেক স্থাপনা উচ্ছেদ করা হবে।’

পোস্ট শেয়ার করুন

বড়লেখায় সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা

আপডেটের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজারে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে স্থানীয় অটোরিকশা স্ট্যান্ড কমিটি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজারে সরকারি জায়গার ওপর প্রায় ২০ বছর আগে সিএনজি চালিত অটোরিকশার একটি স্ট্যান্ড স্থাপন করা হয়। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন অনুদানে গাড়ির রাখার জন্য স্ট্যান্ডটির কার্যালয় স্থাপনসহ উন্নয়ন কাজ হয়েছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি স্ট্যান্ড সংলগ্ন গাড়ি রাখার সরকারি জায়গায় পাকা দোকান ঘর তৈরির চেষ্টা করছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ কাজ উচ্ছেদ করে স্ট্যান্ডে গাড়ি রাখার ব্যবস্থা করে দেয়। সম্প্রতি প্রভাবশালীরা আবারও সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। এ অবস্থায় স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই এলাকার বাসিন্দা বিলাল উদ্দিন, সিরাই মিয়া, আব্দুল আজিজ, মঈন উদ্দিন, কয়েছ আহমদের বিরুদ্ধে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সড়ক জনপথ (সওজ), দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য বিলাল উদ্দিন, সিরাই মিয়া, আব্দুল আজিজ, মঈন উদ্দিন ও কয়েছ আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। মুঠোফোন বন্ধ পাওয়ায় বিলাল উদ্দিন ও সিরাই মিয়ার বক্তব্য জানা যায়নি। তবে আব্দুল আজিজ, মঈন উদ্দিন ও কয়েছ আহমদের সাথে কথা হয়েছে।
মঈন উদ্দিন বলেন, ‘জায়গাটি সরকারি ঠিক আছে। স্ট্যান্ডও সরকারি জায়গায়। আমি অন্যজনের কাছে থেকে দখলসূত্রে মালিক হয়েছি।’
আব্দুল আজিজ বলেন, ‘জায়গাটা যাদের পূর্ব পুরুষের ছিল তারা আমার কাছে জায়গার দখল বিক্রি করছে। আমি দখল সূত্রে মালিক।’
কয়েছ আহমদ বলেন, ‘স্ট্যান্ডের সাথে আমার কোনো ঝামেলা থাকার কথা নয়। জায়গাটি পূর্ব পুরুষের থেকে আমার ব্যক্তিমালিকানাধীন। তারা কেনো অভিযোগ দিয়েছে বুঝতে পারছি না।’
অফিসবাজার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক সালমান আহমদ নাসির বলেন, ‘স্ট্যান্ডটি ২০ বছর থেকে প্রতিষ্ঠিত। স্ট্যান্ডে সরকারি অনুদানে মাঠি ভরাট হয়েছে। আমাদের অনেক শ্রমিক। গাড়ি রাখার বিকল্প জায়গা নেই। এ অবস্থায় প্রভাবশালীরা স্ট্যান্ড সংলগ্ন গাড়ি রাখার জায়গায় ঘর নির্মাণ করার চেষ্টা করেছেন। আমরা প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।’
লিখিত অঅভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান শনিবার বলেন, ‘সার্ভেয়ার পাঠিয়ে জায়গাটি সার্ভে (পরিমাপ) করা হবে। যদি সরকারি জায়গা হয়ে থাকে, তাহলে বিধি মোতাবেক স্থাপনা উচ্ছেদ করা হবে।’