ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

বঙদেশে মানসিক রোগে তাবিজ

ডা, সাঈদ এনাম
  • আপডেটের সময় : ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ৩৬০ টাইম ভিউ

বঙদেশে মানসিক রোগে তাবীজ…

এই বঙদেশে ১৯ কোটি মানুষের কত কোটি মানুষ তাদের হাতে, গলায়, কোমরে তাবীজ নিয়ে ঘুরেন কারো আইডিয়া আছে, বলতে পারেন কেউ? দেখুনতো আপনার অবস্থা?

যারা হাতে, গলায়, কোমরে তাবীজ নিয়ে ঘুরেন সন্দেহ নেই তাদের শতভাগই নিউরোসিস বা স্বল্পতর মানসিক রোগের রোগী এবং সাইকোসিস বা ঘোরতর মানসিক রোগের রোগী।

হতাশা উদ্বেগ বা আচার আচরণ গত ব্রেইনের সমস্যা ছাড়া কেউ ফুর্তি করতে বা অলংকার হিসেবে লৌহ তৈরি এই গুল্লিটি গলায়, হাতে, কোমরে রাখবেন এটি অবিশ্বাস্য!

যাহোক যা বলছিলাম, বঙদেশের মানসিক রোগীর এই বিশাল অংশ কিন্তু মানসিক রোগের আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসার আওতার বাহিরে থেকে তাবীজ আর কবজ নিয়ে কস্ট করছেন কেবল মাত্র অসচেতনতা, অজ্ঞতা এবং কুসংস্কার এর জন্যে।

একটা স্ট্যাটাসে বলেছিলাম যদি মাদ্রাসা শিক্ষায় মানসিক রোগ সম্পর্কে একটি চ্যাপ্টার থাকে, সামান্য অ,আ,ক,খ ধারণা দেবার ব্যবস্থা থাকে, তাহলে দেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীরা মানসিক রোগ নিয়ে সচেতন হবে। কারন তারাই একদিন আলেম উলামা হয়ে সবাই সুপরামর্শ দেবেন। সবাইকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে পারবেন।

তারা দ্ব্যর্থহীন চিত্তে বলতে পারবেন, তাবীজ দিয়ে মানসিক রোগের উপশম হয়না। আর এতে সবচেয়ে বেশী লাভবান হবেন মানসিক রোগীরাই।

এছাড়া আলেম সমাজ যদি জ্বীন-যাদু আর মানসিক রোগের মধ্যে সুস্পষ্ট তফাৎ করতে সমর্থ হন তাহলে মানসিক রোগীদের জন্যে হবে এ এক বিশাল কল্যাণের। তারা মানসিক রোগের জন্যে আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসার আওতার আসবেন।

পরিশেষে বলছি, অনেকে মনে করেন তাবীজ বোধহয় কেবল মুসলিম সম্প্রদায় পরেন। কিন্তু তা নয়। ইন্টারেস্টিং হলো, আমার চেম্বারে আগত অনেক নও -মুসলিম আছেন যাদের দেখেছি মানসিক রোগের জন্যে তাবীজ পরতে।

আশার কথা হলো, ইদানীং অনেক মৌলভী সাহেব মানসিক রোগীকে তাবীজ পরান না বরং রেফার করেন সাইকিয়াট্রিস্টদের কাছে আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসা নেবার জন্যে।

পোস্ট শেয়ার করুন

বঙদেশে মানসিক রোগে তাবিজ

আপডেটের সময় : ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

বঙদেশে মানসিক রোগে তাবীজ…

এই বঙদেশে ১৯ কোটি মানুষের কত কোটি মানুষ তাদের হাতে, গলায়, কোমরে তাবীজ নিয়ে ঘুরেন কারো আইডিয়া আছে, বলতে পারেন কেউ? দেখুনতো আপনার অবস্থা?

যারা হাতে, গলায়, কোমরে তাবীজ নিয়ে ঘুরেন সন্দেহ নেই তাদের শতভাগই নিউরোসিস বা স্বল্পতর মানসিক রোগের রোগী এবং সাইকোসিস বা ঘোরতর মানসিক রোগের রোগী।

হতাশা উদ্বেগ বা আচার আচরণ গত ব্রেইনের সমস্যা ছাড়া কেউ ফুর্তি করতে বা অলংকার হিসেবে লৌহ তৈরি এই গুল্লিটি গলায়, হাতে, কোমরে রাখবেন এটি অবিশ্বাস্য!

যাহোক যা বলছিলাম, বঙদেশের মানসিক রোগীর এই বিশাল অংশ কিন্তু মানসিক রোগের আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসার আওতার বাহিরে থেকে তাবীজ আর কবজ নিয়ে কস্ট করছেন কেবল মাত্র অসচেতনতা, অজ্ঞতা এবং কুসংস্কার এর জন্যে।

একটা স্ট্যাটাসে বলেছিলাম যদি মাদ্রাসা শিক্ষায় মানসিক রোগ সম্পর্কে একটি চ্যাপ্টার থাকে, সামান্য অ,আ,ক,খ ধারণা দেবার ব্যবস্থা থাকে, তাহলে দেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীরা মানসিক রোগ নিয়ে সচেতন হবে। কারন তারাই একদিন আলেম উলামা হয়ে সবাই সুপরামর্শ দেবেন। সবাইকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে পারবেন।

তারা দ্ব্যর্থহীন চিত্তে বলতে পারবেন, তাবীজ দিয়ে মানসিক রোগের উপশম হয়না। আর এতে সবচেয়ে বেশী লাভবান হবেন মানসিক রোগীরাই।

এছাড়া আলেম সমাজ যদি জ্বীন-যাদু আর মানসিক রোগের মধ্যে সুস্পষ্ট তফাৎ করতে সমর্থ হন তাহলে মানসিক রোগীদের জন্যে হবে এ এক বিশাল কল্যাণের। তারা মানসিক রোগের জন্যে আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসার আওতার আসবেন।

পরিশেষে বলছি, অনেকে মনে করেন তাবীজ বোধহয় কেবল মুসলিম সম্প্রদায় পরেন। কিন্তু তা নয়। ইন্টারেস্টিং হলো, আমার চেম্বারে আগত অনেক নও -মুসলিম আছেন যাদের দেখেছি মানসিক রোগের জন্যে তাবীজ পরতে।

আশার কথা হলো, ইদানীং অনেক মৌলভী সাহেব মানসিক রোগীকে তাবীজ পরান না বরং রেফার করেন সাইকিয়াট্রিস্টদের কাছে আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসা নেবার জন্যে।