ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা

ফেসবুকে স্ট্যাটাসের পর কলেজ নির্মাণের উদ্যোগ, অবশেষে ভিত্তিপ্রস্থর স্থাপন

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৪৪৫ টাইম ভিউ

মাহফুজ শাকিলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ফেসুবক স্ট্যাটাসের পর কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ছয়ফুল আলম সাইফুল নামে স্থানীয় এলাকার এক সমাজসেবক ও সংবাদকর্মী চলতি বছরের ২৭ জানুয়ারি কলেজ প্রতিষ্ঠা করা সময়ের দাবী উল্লেখ করে তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন। সেই পোস্টে এলাকার বেশ কয়েকজন প্রবাসী ইতিবাচক সাড়া দেন। এম এ আহাদ নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী কলেজ প্রতিষ্ঠায় কোটি টাকা মূল্যের ১০০ শতক জমি দান করলে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। কলেজ প্রতিষ্ঠা নিয়ে এলাকায় বেশ কয়েকবার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে মতবিনিময় করা হয়। অবশেষে কলেজটি বাস্তবে আলোর মুখ দেখছে।
অবশেষে ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার হাজিপুর ইউনিয়নে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ নামে একটি নতুন কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এছাড়া শেখ অনু মিয়া নামে একটি একাডেমীক ভবনেরও ভিত্তিপ্রস্থর করা হয়। বিকেল তিনটায় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুরের সভাপতিত্বে ও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াদুদ বক্সের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন (হবিগঞ্জ ও মৌলভীবাজার) এর সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মবশি^র আলী, কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ আহাদ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন, কুলাউড়া বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান তালুকদার সাইফুল ইসলাম, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য সংবাদকর্মী সাইফুল আলম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মোতাহের মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ আব্দুল মুহিত, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য লোকমান আহমদ চৌধুরী, মোঃ কুতুব আলী, মাজহারুল ইসলাম, ফজলুল হক, দেশদিগন্ত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু, বিশিষ্ট সমাজ সেবক ফজলুল হক, সিরাজুল হক প্রমুখ।
পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী সাইফুল আলম বলেন, হাজীপুর ইউনিয়নে তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছর বিদ্যালয়গুলো থেকে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় পাশ করে। এলাকায় কোন কলেজ না থাকায় ওই শিক্ষার্থীরা দূরবর্তী কলেজে ভর্তি হয়। এতে তাদের অনেক আর্থিক ক্ষতি ও যাতায়াতে ভোগান্তি হয়। এই কলেজ প্রতিষ্ঠা হলে শতভাগ ছাত্র-ছাত্রী নিজ এলাকায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবে। এসব বিষয় নিয়ে আমার ফেসবুক টাইমলাইনে পোস্ট করার পর এলাকার কয়েকজন প্রবাসী কলেজ প্রতিষ্টার ব্যাপারে ইতিবাচক সাড়া দেন। এলাকার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ আহাদ কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। তিনি ১০০ শতক জমি কলেজের নামে দান করেন এবং আর্থিক সহযোগিতা করেন। এছাড়া কুয়েত প্রবাসী নিজামুর টিপুও তাঁর পিতা শেখ অণু মিয়ার নামে একটি একাডেমীক ভবন দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এ আর নোমান কলেজে আরেকটি একাডেমীক ভবন করে দিবেন বলে প্রতিশ্রæতি দিয়েছেন। অবশেষে এলাকাবাসীর প্রাণের দাবীতে কলেজটি প্রতিষ্ঠায় আলোর মুখ দেখছে। কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন হওয়ায় এলাকাবাসীর মধ্যে এখন আনন্দ বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, দক্ষিণাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে এই কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পোস্ট শেয়ার করুন

ফেসবুকে স্ট্যাটাসের পর কলেজ নির্মাণের উদ্যোগ, অবশেষে ভিত্তিপ্রস্থর স্থাপন

আপডেটের সময় : ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০

মাহফুজ শাকিলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ফেসুবক স্ট্যাটাসের পর কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ছয়ফুল আলম সাইফুল নামে স্থানীয় এলাকার এক সমাজসেবক ও সংবাদকর্মী চলতি বছরের ২৭ জানুয়ারি কলেজ প্রতিষ্ঠা করা সময়ের দাবী উল্লেখ করে তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন। সেই পোস্টে এলাকার বেশ কয়েকজন প্রবাসী ইতিবাচক সাড়া দেন। এম এ আহাদ নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী কলেজ প্রতিষ্ঠায় কোটি টাকা মূল্যের ১০০ শতক জমি দান করলে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। কলেজ প্রতিষ্ঠা নিয়ে এলাকায় বেশ কয়েকবার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে মতবিনিময় করা হয়। অবশেষে কলেজটি বাস্তবে আলোর মুখ দেখছে।
অবশেষে ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার হাজিপুর ইউনিয়নে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ নামে একটি নতুন কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এছাড়া শেখ অনু মিয়া নামে একটি একাডেমীক ভবনেরও ভিত্তিপ্রস্থর করা হয়। বিকেল তিনটায় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুরের সভাপতিত্বে ও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াদুদ বক্সের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন (হবিগঞ্জ ও মৌলভীবাজার) এর সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মবশি^র আলী, কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ আহাদ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন, কুলাউড়া বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান তালুকদার সাইফুল ইসলাম, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য সংবাদকর্মী সাইফুল আলম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মোতাহের মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ আব্দুল মুহিত, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য লোকমান আহমদ চৌধুরী, মোঃ কুতুব আলী, মাজহারুল ইসলাম, ফজলুল হক, দেশদিগন্ত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু, বিশিষ্ট সমাজ সেবক ফজলুল হক, সিরাজুল হক প্রমুখ।
পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী সাইফুল আলম বলেন, হাজীপুর ইউনিয়নে তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছর বিদ্যালয়গুলো থেকে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় পাশ করে। এলাকায় কোন কলেজ না থাকায় ওই শিক্ষার্থীরা দূরবর্তী কলেজে ভর্তি হয়। এতে তাদের অনেক আর্থিক ক্ষতি ও যাতায়াতে ভোগান্তি হয়। এই কলেজ প্রতিষ্ঠা হলে শতভাগ ছাত্র-ছাত্রী নিজ এলাকায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবে। এসব বিষয় নিয়ে আমার ফেসবুক টাইমলাইনে পোস্ট করার পর এলাকার কয়েকজন প্রবাসী কলেজ প্রতিষ্টার ব্যাপারে ইতিবাচক সাড়া দেন। এলাকার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ আহাদ কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। তিনি ১০০ শতক জমি কলেজের নামে দান করেন এবং আর্থিক সহযোগিতা করেন। এছাড়া কুয়েত প্রবাসী নিজামুর টিপুও তাঁর পিতা শেখ অণু মিয়ার নামে একটি একাডেমীক ভবন দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এ আর নোমান কলেজে আরেকটি একাডেমীক ভবন করে দিবেন বলে প্রতিশ্রæতি দিয়েছেন। অবশেষে এলাকাবাসীর প্রাণের দাবীতে কলেজটি প্রতিষ্ঠায় আলোর মুখ দেখছে। কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন হওয়ায় এলাকাবাসীর মধ্যে এখন আনন্দ বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, দক্ষিণাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে এই কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।