প্রাক্তন শিক্ষক করবী রঞ্জন চক্রবর্তী আর নেই
- আপডেটের সময় : ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ৪২৭ টাইম ভিউ
কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক করবী রঞ্জন চক্রবর্তী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিতসহ নানা অসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে কুলাউড়ার বরমচালে তাঁর নিজ গ্রামের বাড়ি সিংগুরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পরলে কুলাউড়ার সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। করবী রঞ্জন চক্রবর্তী’ হাজার হাজার ছাত্র প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাঁর আত্মার শান্তি কামনা করেন। শিক্ষকতা পাশাপাশি তিনি দাবা, ব্যাডমিন্টন, কেরামবোর্ড, বড়শি দিয়ে সৌখিন মাছ শিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আত্মার শান্তি কামনা করেন সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন ও প্রেসক্লাব কুলাউড়ার নেতৃবৃন্দ।#