প্রবাসীদের সর্বোচ্চ সুযোগ সুবিদা ও নিরাপত্তা দিতে হবে বললেন এমএম শাহীন
- আপডেটের সময় : ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
- / ৪৪৯ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ দেশের আয়ের অন্যতম দুটি উৎস হচ্ছে প্রবাসী ও গার্মেন্টস। সেই গার্মেন্টস ও রফতানী করে বৈদেশিক মুদ্রা আয় করতে হয়। দুটোই বিদেশ নির্ভর। দু’টি খাত থেকে যদি বিদেশী রেমিটেন্স না আসে তাহলে এই দেশ আফ্রিকার কোন দেশে পরিণত হবে। গার্মেন্টস খাত নিয়ে আছে নানা ষড়যন্ত্র। ফলে প্রবাসীদের সর্বোচ্চ সুযোগ সুবিদা ও নিরাপত্তা দিতে হবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে প্রেসক্লাব কুলাউড়ার উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।
সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশে প্রতিনিয়ত ঘটছে খুন, অপহরণ, ধর্ষণ, ডাকাতি এমনকি বিচার বহির্ভূত হত্যাকান্ড। বলতে গেলে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। টার্গেট করে প্রবাসীদের বাড়িতে ডাকাতি করা হয়। প্রবাসে অবস্থান করে যখন দেশের এই অবস্থার খবর জানেন প্রবাসীরা, তখন অজানা এক আতঙ্কে দেশে আসতে চান না। ইউরোপ আমেরিকা থেকে তো আসতে চাচ্ছেন না। যারা মধ্যপ্রাচ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন তারাও দেশ বিমুখ। আর যারা পরিবার পরিজন রেখে মধ্যপ্রাচ্যে বসবাস করছেন তারা পিতা মাতা স্ত্রী সন্তানের মায়ায় দেশে আসেন বাধ্য হয়ে। এমতাবস্থায় দেশের রেমিটেন্সও কমছে উদ্বেগজনকহারে। দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা রাখতে প্রবাসীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আহবান জানান প্রবাসীরা।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব আমিরকার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, কুলাউড়া ওয়েল ফেয়ার এসোিেসয়শন কাতারের প্রধান উপদেশ্টা জামাল উদ্দিন তাফাদার, সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর হোসেন এলাইচ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সহিদ, যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান পারভেজ, মিশর প্রবাসী আশরাফ আলী পারভেজ, আরব আমিরাত প্রবাসী তায়েফুর রহমান রাজেক।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুলাউড়া ডিগ্রি কলেজের প্রভাষক সিপার আহমেদ, কুলাউড়া পৌরসভার ৩ বারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলার মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইবুল ইসলাম সবুজ, কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সদস্য তাহিরুল হক প্রমুখ।