প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থেকে বাদ পড়লেন কাউসার মোল্লা

- আপডেটের সময় : ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
- / ৫৬২ টাইম ভিউ
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থেকে বাদ পড়লেন কাউসার মোল্লা ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থেকে বাদ পড়লেন আবু কাউসার মোল্লা। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এই আবু কাউসার মোল্লা। গত বুধবার রাতে র্যাব যে বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান করেছে সেই অবৈধ ক্যাসিনোর একটির মালিকানা তার বলে র্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে। বনানীর আহমেদ টাওয়ারে অবস্থিত গোল্ডেন ঢাকা বাংলাদেশ নামের ক্যাসিনোতে তার মালিকানা রয়েছে। এই তথ্য সরকারী নীতি নির্ধারকের কাছে পৌছালে কাউসার মোল্লাকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। উল্লেখ্য, কাউসার মোল্লা প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীদের সঙ্গে জাতিসংঘের সাধারণতম অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে বাদ দেওয়া হয়েছে বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।