ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • / ৪৪০ টাইম ভিউ

সাম্প্রতি কয়েকটি দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত কর্মধা পান পুঞ্জিতে ভারতীয় অস্ত্র ও সিএনজি গাড়ি সহ ২ জন আটক সংবাদটি আমার দৃস্টি গোছর হয়েছে, সংবাদে লিখা হয়েছে আমার ভাই ইউট তালাং সহ দুজনকে ভারতীয় অস্ত্র সহ নাকি বিজিবি আটক করেছে। যা সংবাদে তথ্যগত ভুল ছিলো।বিজিবি তাদেরকে আটক করেছে ঠিক তবে তাদের সাথে কোনো ভারতীয় অস্ত্র ছিলোনা। এটা ছিলো পাখি মারার এয়ারগান মাত্র, যা আমার ভাই ইউট তালাং গত বছরের ১০ নভেম্বর সিলেট রংমহল টাওয়ার এন এন মেশিন ওর্য়াক্স নামে একটি দোকান থেকে ২৮ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে এবং তার রশীদ ও আছে। এছাড়াও যে সিএনজি গাড়ি টি আটক করা হয়েছে তা ড্রাইভার ভাড়ায় চালিয়ে থাকেন, গাড়ির কাগজপত্রও সঠিক রয়েছে, কিন্তু সেই সিএনজি গাড়িটি আটক থাকার ফলে অনহারে দিন যাচ্ছে ওই ড্রাইবারের পরিবার। কিন্তু বিজিবি তাদেরকে আটকের সময় এয়ারগানের সেই রশীদটি পর্যন্ত দেখতে চায় নি। এছাড়াও ২০১৪ সালে তৎখালীন বন কর্মকতা আতিয়ার রহমান নামে একজনকে মারধরের মিথ্যা ঘটনাও বর্তমানে তদের আটকের এই সংবাদে লিখা হয়েছে, এতে সহজেই বুঝা যায় আমাদেরকে হেয়প্রতিপন্ন করতে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে আমি মনে করি। বন কর্মকতার উপর হামলার ঘটনায় ফরেষ্টের করা সেই মামলা নং ৬২ /২০১৪ ইং যা মৌলভীবাজার আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় তা সেই সময় খারিজ হয়ে যায়। তারপরো আমাদেরকে নানা ভাবে হয়রানীর উদ্যেশে এসব ষড়যন্ত্র করছে একটি পক্ষ।

আমরা নিরীহ আদিবাসী মানুষ পাহাড়ে বসবাস করে পান চাষ করে আমরা জীবিকা নির্বাহ করে থাকি, আমরা কারো সাথে কোনোদিন কোনো মতবিরোধে জড়াই নাই, আর এখন কেনো হামলা-মামলায় জড়াতে যাবো, আসলে একটি প্রতিপক্ষ আমাদেরকে নানা ভাবে হয়রানী করতে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্বে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে। আমাদের বিরুদ্বে এসব মিথ্যা ও তথ্যগত ভূল প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,

বিনীত
হেনরি তালাং টু খাশিয়া
মন্ত্রি, কুকিজুড়ি ও বেলুয়া পান পুঞ্জি, কর্মধা, কুলাউড়া।

পোস্ট শেয়ার করুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেটের সময় : ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

সাম্প্রতি কয়েকটি দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত কর্মধা পান পুঞ্জিতে ভারতীয় অস্ত্র ও সিএনজি গাড়ি সহ ২ জন আটক সংবাদটি আমার দৃস্টি গোছর হয়েছে, সংবাদে লিখা হয়েছে আমার ভাই ইউট তালাং সহ দুজনকে ভারতীয় অস্ত্র সহ নাকি বিজিবি আটক করেছে। যা সংবাদে তথ্যগত ভুল ছিলো।বিজিবি তাদেরকে আটক করেছে ঠিক তবে তাদের সাথে কোনো ভারতীয় অস্ত্র ছিলোনা। এটা ছিলো পাখি মারার এয়ারগান মাত্র, যা আমার ভাই ইউট তালাং গত বছরের ১০ নভেম্বর সিলেট রংমহল টাওয়ার এন এন মেশিন ওর্য়াক্স নামে একটি দোকান থেকে ২৮ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে এবং তার রশীদ ও আছে। এছাড়াও যে সিএনজি গাড়ি টি আটক করা হয়েছে তা ড্রাইভার ভাড়ায় চালিয়ে থাকেন, গাড়ির কাগজপত্রও সঠিক রয়েছে, কিন্তু সেই সিএনজি গাড়িটি আটক থাকার ফলে অনহারে দিন যাচ্ছে ওই ড্রাইবারের পরিবার। কিন্তু বিজিবি তাদেরকে আটকের সময় এয়ারগানের সেই রশীদটি পর্যন্ত দেখতে চায় নি। এছাড়াও ২০১৪ সালে তৎখালীন বন কর্মকতা আতিয়ার রহমান নামে একজনকে মারধরের মিথ্যা ঘটনাও বর্তমানে তদের আটকের এই সংবাদে লিখা হয়েছে, এতে সহজেই বুঝা যায় আমাদেরকে হেয়প্রতিপন্ন করতে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে আমি মনে করি। বন কর্মকতার উপর হামলার ঘটনায় ফরেষ্টের করা সেই মামলা নং ৬২ /২০১৪ ইং যা মৌলভীবাজার আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় তা সেই সময় খারিজ হয়ে যায়। তারপরো আমাদেরকে নানা ভাবে হয়রানীর উদ্যেশে এসব ষড়যন্ত্র করছে একটি পক্ষ।

আমরা নিরীহ আদিবাসী মানুষ পাহাড়ে বসবাস করে পান চাষ করে আমরা জীবিকা নির্বাহ করে থাকি, আমরা কারো সাথে কোনোদিন কোনো মতবিরোধে জড়াই নাই, আর এখন কেনো হামলা-মামলায় জড়াতে যাবো, আসলে একটি প্রতিপক্ষ আমাদেরকে নানা ভাবে হয়রানী করতে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্বে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে। আমাদের বিরুদ্বে এসব মিথ্যা ও তথ্যগত ভূল প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,

বিনীত
হেনরি তালাং টু খাশিয়া
মন্ত্রি, কুকিজুড়ি ও বেলুয়া পান পুঞ্জি, কর্মধা, কুলাউড়া।