পোষা হাতির আক্রমনে কুলাউড়ায় বৃদ্ধের মৃত্যু

- আপডেটের সময় : ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
- / ১১৯৯ টাইম ভিউ
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাংলারবাজার নামক স্থানে ০৫ নভেম্বর রোববার বিকেল ৫টায় একটি পোষা হাতির আক্রমনে ইউছুফ আলী ওরফে খাজা (৭০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। টিলাগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মখলিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, মাহুত ও একটি ছোট বাচ্চাসহ একটি পোষা হাতি বিকেলে আনুমানিক ৫টার সময় টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ইউছুফ আলী ওরফে খাজা ওপর আক্রমন চালায়। হাতিটি লাথি মারতে মারতে ইউছুফ আলী ওরফে খাজার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। উন্মাত্ত হাতিটি পৃথিমপাশা হয়ে ও কর্মধা ইউনিয়নের দিকে যেতে দেখেছেন স্থানীয় লোকজন।
ইউছুফ আলী ওরফে খাজার বাড়ি টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে বলে মেম্বার মখলিছুর রহমান নিশ্চিত করেন। হাতিটির মালিকের নাম পরিচয় জানা যায়নি|
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত (তদন্ত) বিনয় ভুষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ নিয়ে ফিরে আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।