গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর পাতিলের মধ্যে পাওয়া গেল শিশুর লাশ। ঘটনার পর থেকে বাবা রফিকুল ইসলাম পলাতক। রোববার রাতে শ্রীপুরের মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার বিকালে হাজী মোহাম্মদ আলী প্রি-ক্যাডেট স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী মনিরার নিখোঁজের তথ্য পায় তারা। রাতে শিশুটির বাড়িতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ঘরের ভেতর একটি পাতিলের মধ্যে শিশু মনিরার লাশ পাওয়া যায়।
শিশুটির মায়ের অভিযোগ, তার স্বামীই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে খুন হতে পারে শিশুটি।