নেত্রকোণায় করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ করছে- স্বপ্ন ফাউন্ডেশন

- আপডেটের সময় : ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ৩৮৫ টাইম ভিউ
নেত্রকোণায় করোনা পরিস্থিতিতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করছে -স্বপ্ন ফাউন্ডেশন
নেত্রকোণায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ৩ শতাধিক পরিবারের মাঝে পোলউয়ের চাল, আটা, তেল, লবন,ডাল, পিয়াজ সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে আত্মমানবতার সেবায় নিয়োজিত সংগঠন স্বপ্ন ফাউন্ডেশন।
মোক্তারপাড়া দি হলি চাইল্ড কিন্ডারগার্টেন প্রাঙ্গণে স্বপ্ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কামরুন্নেছা আশরাফ দীনা মহোদয় সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ দরিদ্র ও শ্রমজীবী মানুষের হাতে এই মানবিক খাদ্যসহায়তা তুলে দেন। ফাউন্ডেশনের সদস্যবৃন্দ যাকাতের অর্থ ও নিজস্ব তহবিল থেকে এসব খাদ্য সহায়তা বিতরণ করছেন।