নিজের বুকে গুলি চালানোর আগে ফেসবুকে যা লেখেন পুলিশ সদস্য কুদ্দুস
- আপডেটের সময় : ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
- / ৮৭২ টাইম ভিউ
রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে নায়েক পদ মর্যাদার এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোর রাতে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ সদস্য কুদ্দুসের একটি স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা ডালাপালা মেলছে।
ফেসুবকে কুদ্দুস লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে…
”তবে সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর ‘মা’ ভালো কি-না সঠিকভাবে খবর নেবেন। কারণ পাত্রীর ‘মা’ ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মতো। সুতরাং সকল সম্মানীত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেবেন।”