ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

ধর্ষনের পর ধুঁকে ধুঁকে মারা গেলো শিশু আছিয়া- প্রভাবশালীদের চাপ এখনও অব্যাহত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯
  • / ৫৯৯ টাইম ভিউ

নিউজ ডেস্ক: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ধর্ষ‌ণের এক বছর পর চি‌কিৎসাধীন অবস্থায় ধুঁকে ধুঁকে মারা গে‌ল আ‌ছিয়া (৮) না‌মের আট বছরের এক শিশু। আজ সোমবার ভোররা‌তে শিশুটি ঢাকায় এক আত্মীয়ের বাসায় পেটে যন্ত্রনা অনুভব করে এবং পরে তার মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, গত বছ‌রের ৯জুন শিশু‌টি‌কে ধর্ষণ ক‌রে উপ‌জেলার মালতী গ্রা‌মের তা‌য়েজ আলীর বখা‌টে ছে‌লে মাহবুব (১৮)। পরিবার সূত্রে জানা যায়, গত বছর ৯জুন ধর্ষক মাহবুব বি‌ভিন্ন প্র‌লোভন দে‌খি‌য়ে আ‌ছিয়া‌কে ডে‌কে তা‌দের বা‌ড়ি‌তে নি‌য়ে যায়। প‌রে এক‌টি ঘ‌রে নি‌য়ে তা‌কে ধর্ষণ ক‌রে। এতে রক্তক্ষরণ হয়ে গুরুত্বর অসুস্থ্য হ‌লে টাঙ্গাইল সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে ধর্ষ‌ণের ঘটনা ধামাচাপা দি‌তে স্থানীয় প্রভাবশালীরা চাপ সৃ‌ষ্টি ক‌রলেও আ‌ছিয়ার বাবা আশরাফ আলী বাদী হ‌য়ে একই গ্রা‌মের তা‌য়েজ আলীর ছে‌লেকে আসামী ক‌রে ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন।প‌রে পু‌লিশ ধর্ষক মাহবুব‌কে গ্রেপ্তার ক‌রে কো‌র্টে পাঠায়। এর কিছু‌দিন পর আসামী জা‌মি‌নে বের হ‌য়ে আ‌সে।

এ বিষয়ে শিশু‌ আ‌ছিয়ার নানা হযরত আলী খান ব‌লেন, ‘ধর্ষণের পরেও প্রভাবশালীদের যেমন চাপ ছিলো, শিশুটি মারা যাবার পরেও তেমনি চাপে রয়েছেন বলে অভিযোগ করে বলেন, ‘ঢাকায় এক আত্মী‌য়ের বাসা‌য় আজ ভোররা‌তে আ‌ছিয়া ব্যাথা অনুভব ক‌রে ছটফট কর‌তে থা‌কে। হাসপাতা‌লে নেয়ার সু‌যোগই পাই‌নি।’ সকালের দি‌কে তা‌কে গ্রা‌মের বা‌ড়ি উপ‌জেলার মালতীতে আনা হয়। এরপর স্থানীয় চেয়ারম্যান শুকুর মাহমুদ বা‌ড়ি‌তে এ‌সে তার দাফ‌নের জন্য ব্যবস্থা গ্রহণ কর‌তে নির্দেশ দেন।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের ওয়ানস্টপ ক্রাই‌সিস সেন্টারের প্রোগ্রাম অ‌ফিসার (পিও) মো. বাই‌জিদ বলেন, ‘সে সময় ধর্ষ‌ণের ফ‌লে তার ব্যাপক রক্তক্ষরণ হয়। এতোদিন ধরে সে চিকিৎসাধীন ছিলো। কোন অবস্থাতেই তার উন্নতি হচ্ছিলোনা। ধর্ষণের যন্ত্রনা নিয়েই ধুঁকে ধুঁকে আজ ভোররাতে মারা যায় সে।’

কা‌লিহাতী থানার অ‌ফিসার ইনচার্জ মীর মোশারফ হো‌সেন ব‌লেন, ‘ধর্ষ‌ণের ঘটনায় মমলা হলে ধর্ষক মাহবুব‌কে গ্রেপ্তার ক‌রে কো‌র্টে প্রেরণ করা হ‌য়ে‌ছিল। পরে পু‌লি‌শের প‌ক্ষ থে‌কে আদাল‌তে চুড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। বর্তমা‌নে মামলা‌টি বিচারাধীন র‌য়ে‌ছে।’

পোস্ট শেয়ার করুন

ধর্ষনের পর ধুঁকে ধুঁকে মারা গেলো শিশু আছিয়া- প্রভাবশালীদের চাপ এখনও অব্যাহত

আপডেটের সময় : ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯

নিউজ ডেস্ক: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ধর্ষ‌ণের এক বছর পর চি‌কিৎসাধীন অবস্থায় ধুঁকে ধুঁকে মারা গে‌ল আ‌ছিয়া (৮) না‌মের আট বছরের এক শিশু। আজ সোমবার ভোররা‌তে শিশুটি ঢাকায় এক আত্মীয়ের বাসায় পেটে যন্ত্রনা অনুভব করে এবং পরে তার মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, গত বছ‌রের ৯জুন শিশু‌টি‌কে ধর্ষণ ক‌রে উপ‌জেলার মালতী গ্রা‌মের তা‌য়েজ আলীর বখা‌টে ছে‌লে মাহবুব (১৮)। পরিবার সূত্রে জানা যায়, গত বছর ৯জুন ধর্ষক মাহবুব বি‌ভিন্ন প্র‌লোভন দে‌খি‌য়ে আ‌ছিয়া‌কে ডে‌কে তা‌দের বা‌ড়ি‌তে নি‌য়ে যায়। প‌রে এক‌টি ঘ‌রে নি‌য়ে তা‌কে ধর্ষণ ক‌রে। এতে রক্তক্ষরণ হয়ে গুরুত্বর অসুস্থ্য হ‌লে টাঙ্গাইল সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে ধর্ষ‌ণের ঘটনা ধামাচাপা দি‌তে স্থানীয় প্রভাবশালীরা চাপ সৃ‌ষ্টি ক‌রলেও আ‌ছিয়ার বাবা আশরাফ আলী বাদী হ‌য়ে একই গ্রা‌মের তা‌য়েজ আলীর ছে‌লেকে আসামী ক‌রে ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন।প‌রে পু‌লিশ ধর্ষক মাহবুব‌কে গ্রেপ্তার ক‌রে কো‌র্টে পাঠায়। এর কিছু‌দিন পর আসামী জা‌মি‌নে বের হ‌য়ে আ‌সে।

এ বিষয়ে শিশু‌ আ‌ছিয়ার নানা হযরত আলী খান ব‌লেন, ‘ধর্ষণের পরেও প্রভাবশালীদের যেমন চাপ ছিলো, শিশুটি মারা যাবার পরেও তেমনি চাপে রয়েছেন বলে অভিযোগ করে বলেন, ‘ঢাকায় এক আত্মী‌য়ের বাসা‌য় আজ ভোররা‌তে আ‌ছিয়া ব্যাথা অনুভব ক‌রে ছটফট কর‌তে থা‌কে। হাসপাতা‌লে নেয়ার সু‌যোগই পাই‌নি।’ সকালের দি‌কে তা‌কে গ্রা‌মের বা‌ড়ি উপ‌জেলার মালতীতে আনা হয়। এরপর স্থানীয় চেয়ারম্যান শুকুর মাহমুদ বা‌ড়ি‌তে এ‌সে তার দাফ‌নের জন্য ব্যবস্থা গ্রহণ কর‌তে নির্দেশ দেন।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের ওয়ানস্টপ ক্রাই‌সিস সেন্টারের প্রোগ্রাম অ‌ফিসার (পিও) মো. বাই‌জিদ বলেন, ‘সে সময় ধর্ষ‌ণের ফ‌লে তার ব্যাপক রক্তক্ষরণ হয়। এতোদিন ধরে সে চিকিৎসাধীন ছিলো। কোন অবস্থাতেই তার উন্নতি হচ্ছিলোনা। ধর্ষণের যন্ত্রনা নিয়েই ধুঁকে ধুঁকে আজ ভোররাতে মারা যায় সে।’

কা‌লিহাতী থানার অ‌ফিসার ইনচার্জ মীর মোশারফ হো‌সেন ব‌লেন, ‘ধর্ষ‌ণের ঘটনায় মমলা হলে ধর্ষক মাহবুব‌কে গ্রেপ্তার ক‌রে কো‌র্টে প্রেরণ করা হ‌য়ে‌ছিল। পরে পু‌লি‌শের প‌ক্ষ থে‌কে আদাল‌তে চুড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। বর্তমা‌নে মামলা‌টি বিচারাধীন র‌য়ে‌ছে।’