দেড় কোটি প্রবাসীদের গালি দেওয়া মহিলাকে গ্রেফতারে প্রসাশন নিরব কেনো
- আপডেটের সময় : ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ৪৬৬ টাইম ভিউ
নিউজ ডেস্ক : ছবিতে দেয়া এই মহিলা টিক টক ভিডিও বানিয়ে প্রবাসী ও প্রবাসী পরিবার নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখনো কেউ এই মহিলার পরিচয় জানতে পারেনি।
তার এই অশালীন মন্তব্যের কারণে,সৌদি আরবে মক্কা বঙ্গবন্ধু পরিষদ এবং কুয়েত বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি রফিকুল ইসলাম ভুলু ফেসবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি করে বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করেন।
এছাড়াও প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন, প্রবাসী ক্লাব সহ বিভিন্ন প্রবাসী সংগঠন তাকে খুঁজে বের করে দেশের প্রচলিত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
এবং সৌদিআরবের প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী রাজনৈতিক ব্যাক্তিত্ব আহমেদ আলী মুকিব বলেন দেশের অর্থনীতির চালিকা শক্তি প্রবাসীদের নিয়ে এমন কটূক্তি মোটেই কাম্য নয়। আমরা এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সাথে সাথে দেশের প্রশাসনকে অনুরোধ করছি অনতিবিলম্বে এই মহিলাকে গ্রেফতার করে প্রচলিত আইনে বিচার এর দাবি করছি।
কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যাক্তিত্ব শরিফুল হক সাজু বলেন প্রবাসীদের নিয়ে এমন কটূক্তি হার হামেশা ঘটে যাচ্ছে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি প্রবাসীদের কটূক্তির জন্য আলাদা আইন প্রণয়ন করা হোক যাতে করে আগামীতে দেশের অর্থনীতির চালিকাশক্তি প্রবাসীদের নিয়ে কেউ অশালীন মন্তব্য না করতে পারে।
কুয়েতে বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব প্রকৌশলী কাজী মন্জুরুল আলম ও বিশিষ্ট ব্যাবসায়ী রাজনৈতিক ব্যাক্তিত্ব সোয়েব আহমেদ ও ব্যাবসায়ী আলহাজ্জ রাজনৈতিক ব্যাক্তিত্ব শওকত আলী বলেন,আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই মহিলাকে আইনের আওতায় এনে বিচারের সম্মূখিন করতে হবে ।
তা না হলে প্রবাসীরা তার অশালীন বক্তব্যের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ।