ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা

দৌড় হলো না শেষ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • / ১২১৩ টাইম ভিউ

শুরু আর শেষের গল্পের কী মিল। ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকে সিনিয়র ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল উসাইন বোল্টের। ১৩ বছর আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় শেষ করেছিলেন তিনি। ২০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে পাঁচ নম্বর হওয়া বোল্ট দৌড় শেষ করেছিলেন ২১.০৫ সেকেন্ডে। শুরুর সেই ব্যর্থতার সঙ্গে জীবনের শেষ দৌড়েও যে ইনজুরির হানা। লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ৪ গুণিতক ১০০ মিটার স্প্রিন্টে দৌড়ই শেষ করতে পারেননি বজ্রবোল্ট। তার আগেই ট্র্যাকে শুয়ে ব্যথায় কাতরাচ্ছিলেন। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে যে কষ্ট নিয়ে শুরু, ইংল্যান্ডের লন্ডনে সেই কষ্টেই শেষ এ কিংবদন্তির।

রূপকথায় শুরু, বিষাদে শেষ। মহাতারকাদের বিদায় তাহলে এমনই হয়! ইতিহাসের বাঁকে বাঁকে যে এমনই চিত্রনাট্য লেখা হয়েছে। কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী রিংয়ে শেষ পাঁচটি ম্যাচ জিততে পারেননি। ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান জীবনের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। যে কারণে টেস্টে এ অস্ট্রেলিয়ানের ব্যাটিং গড় ১০০ হয়নি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জীবনের শেষ দৌড়ই শেষ করতে পারেননি উসাইন বোল্ট। ১০০ মিটার স্প্রিন্টে ক্যারিয়ারে প্রথমবার ব্রোঞ্জ জিতেছেন। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণ জেতা জ্যামাইকান গতিমানব লন্ডনে এবার দু’বারই ফিরেছেন শূন্য হাতে। শেষবার ইনজুরিতে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্র্যাক ত্যাগ করা বোল্টের এমন দৃশ্যে হতবাক গোটা দুনিয়া। এটাও কি সম্ভব? ‘লাইটিং বোল্ট’ যে আলোহীন। বিদ্যুৎ চমকায়নি।

শেষের এমন বিষাদের গল্প। বজ্রবোল্টের যে কিংবদন্তি পরিচয়, এই পরাজয়ে তাতে কি কোনো কমতি হবে? অবশ্যই না। অলিম্পিকে আট এবং বিশ্বচ্যাম্পিয়নশিপে ১১টি সোনা জেতা বোল্টের কীর্তি থাকবে চিরদিন। নতুন করে যখন লেখা হবে ইতিহাস, তখন দেখা যাবে জ্যামাইকান এ গতিমানবের নাম মোহাম্মদ আলীর পাশে। ট্র্যাকে ১০০ মিটার এবং ৪ গুণিতক ১০০ মিটার স্প্রিন্টে বোল্টের নামের পাশে নেই কোনো পদক। কিন্তু গোটা দুনিয়া শেষের এই ট্র্যাজিক ভুলে গিয়ে শুধুই মনে রাখবে কত বছর ধরে অজেয় ছিলেন ২১ আগস্ট ৩১ বছরে পা দিতে যাওয়া বোল্ট।

নিজের প্রিয় ব্যক্তিগত ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে রাজত্ব হারিয়েছিলেন জাস্টিন গ্যাটলিনের হাতে। তাই দলগত ইভেন্টে শনিবার রাতে ক্যারিয়ারের শেষ দৌড় দিতে যখন বোল্ট নামেন, অলিম্পিক স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক এ গতিমানবের নাম ধরে গলা ফাটাচ্ছেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একের পর এক বিশ্বরেকর্ড গড়া মহাতারকার রূপকথার সমাপ্তি দেখার অপেক্ষায় ছিল পুরো দুনিয়া। কিন্তু গ্রহের দ্রুততম মানব বোল্টের ক্যারিয়ারের শেষ অঙ্কে এ যেন দুঃস্বপ্নের সমাপ্তি। শেষ ল্যাপে ফিনিশিং লাইন থেকে প্রায় ৫০ মিটার দূরত্ব। সতীর্থ ইয়োহান ব্লেকের কাছ থেকে ব্যাটল নেন বোল্ট। ওই সময় জ্যামাইকা ছিল তিন নম্বরে। দৌড়ের শেষ দিকে বিদ্যুৎ চমকানোর অপেক্ষা। সামনের দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলতে দৌড়ের গতি বাড়াতেই বিপত্তি। পা ধরে লুটিয়ে পড়লেন ট্র্যাকে। ফিনিশিং লাইনও শেষ করতে পারেননি। সতীর্থরা ছুটে আসেন তার কাছে। শুয়ে কাতরাচ্ছেন গতির রাজা। স্তব্ধ অলিম্পিক স্টেডিয়াম। সর্বকালের সেরা ক্রীড়াবিদের এমন করুণ বিদায়! জ্যামাইকার রাজ্যে হানা দিয়ে ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে প্রথম সোনার হাসি হেসেছে গ্রেট ব্রিটেন।

শেষ বিষাদের। কিন্তু শুরুটা তো ছিল মহাকাব্যের। ভাইয়ের সঙ্গে ক্রিকেট-ফুটবল নিয়ে মেতে থাকা বোল্টের চোখে কখনোই স্প্রিন্টের রাজা হওয়ার স্বপ্ন ছিল না। কিন্তু স্কুলে গতির ঝলক দেখিয়ে সবার হৃদয় জয় করেছেন। আস্তে আস্তে দৌড়কেই পেশা হিসেবে বেছে নেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একক রাজত্ব স্থাপিত করেন। ১০০, ২০০ এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড গড়েন। ২০১১ সালে দেগুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন বোল্ট। ওই একটি হতাশার অধ্যায় ছাড়া ২০০৯ থেকে এই আসরের আগ পর্যন্ত তিন ইভেন্টেই সোনা জিতেছিলেন জ্যামাইকান এ গতিমানব।

কিন্তু লন্ডনে দুই ইভেন্টেই হতাশার বিদায় বোল্টের। অথচ এই স্টেডিয়ামেই ২০১২ অলিম্পিকে দলগত ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে ৩৬.৮৪ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল বোল্টের নেতৃত্ব জ্যামাইকা। কিংবদন্তি এ অ্যাথলেটের করুণ সমাপ্তির মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আধিপত্য হারালো জ্যামাইকাও।

অ্যাথলেটিকসে হারাল এক গ্গ্নামারও। বিদায় বোল্ট। বিদায় কিংবদন্তি।

পোস্ট শেয়ার করুন

দৌড় হলো না শেষ

আপডেটের সময় : ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭

শুরু আর শেষের গল্পের কী মিল। ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকে সিনিয়র ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল উসাইন বোল্টের। ১৩ বছর আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় শেষ করেছিলেন তিনি। ২০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে পাঁচ নম্বর হওয়া বোল্ট দৌড় শেষ করেছিলেন ২১.০৫ সেকেন্ডে। শুরুর সেই ব্যর্থতার সঙ্গে জীবনের শেষ দৌড়েও যে ইনজুরির হানা। লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ৪ গুণিতক ১০০ মিটার স্প্রিন্টে দৌড়ই শেষ করতে পারেননি বজ্রবোল্ট। তার আগেই ট্র্যাকে শুয়ে ব্যথায় কাতরাচ্ছিলেন। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে যে কষ্ট নিয়ে শুরু, ইংল্যান্ডের লন্ডনে সেই কষ্টেই শেষ এ কিংবদন্তির।

রূপকথায় শুরু, বিষাদে শেষ। মহাতারকাদের বিদায় তাহলে এমনই হয়! ইতিহাসের বাঁকে বাঁকে যে এমনই চিত্রনাট্য লেখা হয়েছে। কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী রিংয়ে শেষ পাঁচটি ম্যাচ জিততে পারেননি। ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান জীবনের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। যে কারণে টেস্টে এ অস্ট্রেলিয়ানের ব্যাটিং গড় ১০০ হয়নি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জীবনের শেষ দৌড়ই শেষ করতে পারেননি উসাইন বোল্ট। ১০০ মিটার স্প্রিন্টে ক্যারিয়ারে প্রথমবার ব্রোঞ্জ জিতেছেন। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণ জেতা জ্যামাইকান গতিমানব লন্ডনে এবার দু’বারই ফিরেছেন শূন্য হাতে। শেষবার ইনজুরিতে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্র্যাক ত্যাগ করা বোল্টের এমন দৃশ্যে হতবাক গোটা দুনিয়া। এটাও কি সম্ভব? ‘লাইটিং বোল্ট’ যে আলোহীন। বিদ্যুৎ চমকায়নি।

শেষের এমন বিষাদের গল্প। বজ্রবোল্টের যে কিংবদন্তি পরিচয়, এই পরাজয়ে তাতে কি কোনো কমতি হবে? অবশ্যই না। অলিম্পিকে আট এবং বিশ্বচ্যাম্পিয়নশিপে ১১টি সোনা জেতা বোল্টের কীর্তি থাকবে চিরদিন। নতুন করে যখন লেখা হবে ইতিহাস, তখন দেখা যাবে জ্যামাইকান এ গতিমানবের নাম মোহাম্মদ আলীর পাশে। ট্র্যাকে ১০০ মিটার এবং ৪ গুণিতক ১০০ মিটার স্প্রিন্টে বোল্টের নামের পাশে নেই কোনো পদক। কিন্তু গোটা দুনিয়া শেষের এই ট্র্যাজিক ভুলে গিয়ে শুধুই মনে রাখবে কত বছর ধরে অজেয় ছিলেন ২১ আগস্ট ৩১ বছরে পা দিতে যাওয়া বোল্ট।

নিজের প্রিয় ব্যক্তিগত ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে রাজত্ব হারিয়েছিলেন জাস্টিন গ্যাটলিনের হাতে। তাই দলগত ইভেন্টে শনিবার রাতে ক্যারিয়ারের শেষ দৌড় দিতে যখন বোল্ট নামেন, অলিম্পিক স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক এ গতিমানবের নাম ধরে গলা ফাটাচ্ছেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একের পর এক বিশ্বরেকর্ড গড়া মহাতারকার রূপকথার সমাপ্তি দেখার অপেক্ষায় ছিল পুরো দুনিয়া। কিন্তু গ্রহের দ্রুততম মানব বোল্টের ক্যারিয়ারের শেষ অঙ্কে এ যেন দুঃস্বপ্নের সমাপ্তি। শেষ ল্যাপে ফিনিশিং লাইন থেকে প্রায় ৫০ মিটার দূরত্ব। সতীর্থ ইয়োহান ব্লেকের কাছ থেকে ব্যাটল নেন বোল্ট। ওই সময় জ্যামাইকা ছিল তিন নম্বরে। দৌড়ের শেষ দিকে বিদ্যুৎ চমকানোর অপেক্ষা। সামনের দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলতে দৌড়ের গতি বাড়াতেই বিপত্তি। পা ধরে লুটিয়ে পড়লেন ট্র্যাকে। ফিনিশিং লাইনও শেষ করতে পারেননি। সতীর্থরা ছুটে আসেন তার কাছে। শুয়ে কাতরাচ্ছেন গতির রাজা। স্তব্ধ অলিম্পিক স্টেডিয়াম। সর্বকালের সেরা ক্রীড়াবিদের এমন করুণ বিদায়! জ্যামাইকার রাজ্যে হানা দিয়ে ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে প্রথম সোনার হাসি হেসেছে গ্রেট ব্রিটেন।

শেষ বিষাদের। কিন্তু শুরুটা তো ছিল মহাকাব্যের। ভাইয়ের সঙ্গে ক্রিকেট-ফুটবল নিয়ে মেতে থাকা বোল্টের চোখে কখনোই স্প্রিন্টের রাজা হওয়ার স্বপ্ন ছিল না। কিন্তু স্কুলে গতির ঝলক দেখিয়ে সবার হৃদয় জয় করেছেন। আস্তে আস্তে দৌড়কেই পেশা হিসেবে বেছে নেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একক রাজত্ব স্থাপিত করেন। ১০০, ২০০ এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড গড়েন। ২০১১ সালে দেগুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন বোল্ট। ওই একটি হতাশার অধ্যায় ছাড়া ২০০৯ থেকে এই আসরের আগ পর্যন্ত তিন ইভেন্টেই সোনা জিতেছিলেন জ্যামাইকান এ গতিমানব।

কিন্তু লন্ডনে দুই ইভেন্টেই হতাশার বিদায় বোল্টের। অথচ এই স্টেডিয়ামেই ২০১২ অলিম্পিকে দলগত ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে ৩৬.৮৪ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল বোল্টের নেতৃত্ব জ্যামাইকা। কিংবদন্তি এ অ্যাথলেটের করুণ সমাপ্তির মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আধিপত্য হারালো জ্যামাইকাও।

অ্যাথলেটিকসে হারাল এক গ্গ্নামারও। বিদায় বোল্ট। বিদায় কিংবদন্তি।