তারেক রহমান বীরের বেশে ফিরে শুধু বিএনপি নয় গোটা জাতিকে নেতৃত্ব দিবেন–আহমদ আলী মুকিব

- আপডেটের সময় : ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ৪৩১ টাইম ভিউ
তারেক রহমান বীরের বেশে ফিরে শুধু বিএনপি নয় গোটা জাতিকে নেতৃত্ব দিবেন–আহমদ আলী মুকিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা করেছে সৌদিআরব বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান তফনের পরিচালনায় অনুষ্টিত হয়।
সভাপতির বক্তব্য আহমদ আলী মুকিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি নিয়ে সুদুঢ়প্রসারী ষড়যন্ত্র চলছে। ১/১১ এর অভিশপ্ত ফখর-মঈন উদ্দিনের সরকার থেকে জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাসের যে ষড়যন্ত্র শুরু হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে সেই ষড়যন্ত্র বাস্থবায়নের মহোৎসব চলছে। কিন্তু শহীদ জিয়ার পরিবার ও বিএনপি এদেশের মানুষের রাজনীতি করে। তাই জিয়া পরিবার ও বিএনপিকে মাইনাসের কোন ষড়যন্ত্রই সফল হবেনা। ফখর-মঈনের সরকার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পথের কাটা সরাতে দেশের সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব তারেক রহমানকে গ্রেফতার করে সীমাহিন নির্যাতন চালিয়েছিল। বাকশালী আওয়ামীলীগও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক মামলায় ফরমায়েসী সাজা প্রদান করছে। শুধু তাই নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানার পাশাপাশি শত শত মিথ্যা মামলা দায়ের করেছে। কোন ষড়যন্ত্রই তারুন্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দমিয়ে রাখতে পারবেনা। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন।দ । শুধু বিএনপি নয়, গোটা জাতিকে নেতৃত্ব দিবেন।
উপস্হিত ছিলেন সৌদি আরব বি এন পি র প্রথম সহসভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী সি আই পি , সহসাভাপতি ওসৌদি আরব যূবদলের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মঈন চৌধুরী, টিপু সুলতান, সাহিত্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সয়াইব খানঁ, সেচ্চাসেবক দলের সভাপতি এরশাদ আহমেদ,মক্কা প্রদেশীক বি এনপি পির ভারপ্রাপ্ত সভাপতি জহির আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আসবার চৌধুরী, জেদ্দা মহানগর সদস্য সচিব মোহাম্মদ আলী, আলাউদ্দিন সিটিজি,, তৌফিক হাসান ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক সাইদুর রহমান, আমজাদ হোসেন,আলমগীর হোসেন, যুবদল মহানগর সদস্য সচিব সোলাইমান বুট্রু বাবমাক্কা যুবদল ইকবাল মোরশেদ, নজরুল ইসলাম, সাঈফুল ইসলাম কিরন, আমিন তালুকদার, কামাল আহমেদ, মঈনুল ইসলাম মিঠু আব্দুল্লাহ আলা ফারুকী তাইয়েফ,কামাল খানঁ, এনামুল করিম নাজমুল, অমর মানিক, ফাহাদ হোসাইন রুমি,এনামুল কবির নজরুল, নাজমুল ইসলাম,জাসাস সভাপতি রফিক চৌধুরী ফয়সাল গাজী,ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।