ঢাকায় ৬৩-তম সিপিএ সম্মেলন শুরু
- আপডেটের সময় : ০২:০২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
- / ১০০৬ টাইম ভিউ
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)’র অন্যতম বৃহৎ বার্ষিক সমাবেশ ৬৩-তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন (সিপিসি) আজ বুধবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে শুরু হয়েছে। খবর বাসসের। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও সিপিএ’র ভাইস-পেট্রন শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ৬৩-তম সিপিএ সম্মেলনের উদ্বোধন করবেন।
তিনি আরো বলেন, এ বছরের সিপিএ সম্মেলন তিন বছর মেয়াদে নতুন চেয়ারপার্সন নির্বাচিত করবে। ৪৪টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার ও ২৩ জন ডেপুটি স্পিকারসহ মোট ৫৫০ জন সিপিএ সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।এ বছরে সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘কন্টিনিউইং টু এনহ্যান্স দ্য হাই স্ট্যান্ডার্ডস অফ পারফর্মেন্স অফ পার্লামেন্ট’। যেখানে সিপিএ’র প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র, গতিশীলতা ও উন্নয়ন।এই সম্মেলনে ৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। অন্য সদস্যরা হলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, ফজিলাতুন নেসা বাপ্পী ও ফখরুল ইমাম।সিপিএ প্রেসিডেন্ট ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৬৩-তম সিপিসি’র আয়োজন করছেন। এই সম্মেলন ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।১৯৭৩ সাল থেকে সিপিএ’র সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসমূহে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আসছে।