ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্টিত হলো ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল

এনা :
  • আপডেটের সময় : ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
  • / ১২৭৮ টাইম ভিউ

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্টিত হলো টিএস ইভেন্ট প্রেজেন্টস ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল ২০১৭। “দেশি পোশাক কিনুন, দেশি পোশাক পরুন” এ শ্লোগান নিয়েই গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারর এক্সপ্রো জোনে খোলা রানওয়েতে দেশ বিদেশের পোশাক উপস্থাপন করা হয় ফ্যাশন শোর মাধ্যমে। উৎসবে আরও ছিল ফ্যাশন ড্রামা, সংগীত, পোশাক, গয়না ও পাটপন্যের প্রর্দশনী।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাংসদ মইন উদ্দীন খান বাদল, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ভুটানের রাষ্ট্রদূত সোনম তবদিন। অনুষ্টানে আজীবন সম্মননা দেওয়া হয় বাংলা ক্রাফটের সাবেক প্রেসিডেন্ট মালেকা খান ও ডিজাইনার শহীদ হোসাইন শামীমকে। এছাড়া তিন তাতিকে বিশেষ সম্মাননা জানানো হয়।

Screenshot_4

উৎসবের আয়োজক ও পরিচালক ফ্যাশন ডিজাইনার টুটলি রহমান বলেন, এই কাজ করতে গিয়ে দেখেছি তরুনদেও কাছে দেশি কাপড়ের চাহিদা আছে। তাতে বোনা কাপড়ের তৈরি করা আন্তজার্তিক মানের নকশা। আমাদের এই নকশা আন্তজার্তিক ফ্যাশন অঙ্গনে জোরালোভাবে তুলে ধরতেই বুনন উৎসব করছি।
ফ্যাশন শোতে দেশি বিদেশি ফ্যাশন হাউজ, টাঙ্গাইল শাড়ি কুটির, মুনস বুটিক, ক্যাটস আই, লেবাস ছাড়া ডিজাইনার ফারজানা মালিক, তেনজিং চাকমা, সাহার রহমান, সোনিয়া পন্নির নকশা দেখা যায়। এছাড়া ভারত, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান, কোরিয়া ও পর্তুগালের ডিজাইনাররা তাদের ঐতিহ্যবাহী পোশাকের সংগ্রহ তোলে ধরেন। অনুষ্টানে গান পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ এবং পালকি।

পোস্ট শেয়ার করুন

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্টিত হলো ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল

আপডেটের সময় : ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭

ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্টিত হলো টিএস ইভেন্ট প্রেজেন্টস ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল ২০১৭। “দেশি পোশাক কিনুন, দেশি পোশাক পরুন” এ শ্লোগান নিয়েই গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারর এক্সপ্রো জোনে খোলা রানওয়েতে দেশ বিদেশের পোশাক উপস্থাপন করা হয় ফ্যাশন শোর মাধ্যমে। উৎসবে আরও ছিল ফ্যাশন ড্রামা, সংগীত, পোশাক, গয়না ও পাটপন্যের প্রর্দশনী।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাংসদ মইন উদ্দীন খান বাদল, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ভুটানের রাষ্ট্রদূত সোনম তবদিন। অনুষ্টানে আজীবন সম্মননা দেওয়া হয় বাংলা ক্রাফটের সাবেক প্রেসিডেন্ট মালেকা খান ও ডিজাইনার শহীদ হোসাইন শামীমকে। এছাড়া তিন তাতিকে বিশেষ সম্মাননা জানানো হয়।

Screenshot_4

উৎসবের আয়োজক ও পরিচালক ফ্যাশন ডিজাইনার টুটলি রহমান বলেন, এই কাজ করতে গিয়ে দেখেছি তরুনদেও কাছে দেশি কাপড়ের চাহিদা আছে। তাতে বোনা কাপড়ের তৈরি করা আন্তজার্তিক মানের নকশা। আমাদের এই নকশা আন্তজার্তিক ফ্যাশন অঙ্গনে জোরালোভাবে তুলে ধরতেই বুনন উৎসব করছি।
ফ্যাশন শোতে দেশি বিদেশি ফ্যাশন হাউজ, টাঙ্গাইল শাড়ি কুটির, মুনস বুটিক, ক্যাটস আই, লেবাস ছাড়া ডিজাইনার ফারজানা মালিক, তেনজিং চাকমা, সাহার রহমান, সোনিয়া পন্নির নকশা দেখা যায়। এছাড়া ভারত, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান, কোরিয়া ও পর্তুগালের ডিজাইনাররা তাদের ঐতিহ্যবাহী পোশাকের সংগ্রহ তোলে ধরেন। অনুষ্টানে গান পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ এবং পালকি।