ঢাকাস্হ কুলাউড়া সমিতির উদ্যোগে “আইটেব” কুলাউড়া কে জাবেদ এর চেক প্রদান
- আপডেটের সময় : ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৭৮ টাইম ভিউ
ঢাকাস্হ কুলাউড়া সমিতি’র উদ্যোগে কুলাউড়া উপজেলায় “আইটেব”কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব জাবেদ আহমেদ অনুদানের চেক প্রদান করেন।
গত শুক্রবার (২৫ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকার জোম আ্যাপসের মাধ্যমে এক সভা করা হয়।
সভায় ঢাকাস্হ কুলাউড়া সমিতির সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আব্দুর রউফ এর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা সমিতি’র সাংগঠনিক সম্পাদক বারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ’র প্রানবন্ত সঞ্চালনায় অনুদানের চেক প্রদান জোমসভায় ছিলেন যুগ্ম সম্পাদক কুলাউড় সমিতি ঢাকা কুতুবউদ্দিন সোহেল, জাতীয় তরুন সংঘের সহসভাপতি শফিক মিয়া আফিয়ান, কুয়েতস্হ জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি যুগ্ম সম্পাক ও কুয়েতস্হ কুলাউড়া সমাজ কল্যাণ সংস্হার সাবেক সভাপতি নিজামুর রহমান টিপু।
কুলাউড়া মুক্ত স্কাউট সভাপতি শামসুদ্দিন আহমেদ, মুক্ত স্কাউট কুলাউড়ার সাধারন সম্পাদক এম মোরশেদ,আইটেব কুলাউড়ার ম্যানেজার কল্যাণ চন্দ্র পলাশ, চেক প্রদানকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী সৃষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জাবেদ আহমদ প্রমুখ।