ঢাকা , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা

ডেঙ্গুতে আক্রান্ত রাষ্ট্র অথবা গণতন্ত্রহীনতার সুফল————-কাওছার আহমেদ বাপ্পু

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
  • / ৭১৬ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ   যতটা না রোদ, তারও বেশি গুজব। অধিকারের ওপর …জব করা একটা সময় কাটতেছে বেশ উত্তেজনায়, গোঙানিতে, শিহরণে, আনন্দে, ছন্দে। ছন্দ তো বটেই— একেকজন মন্ত্রী-মেয়র এখন কবিতার মতোই প্যারায় প্যারা মিলিয়ে ছন্দভাষণ দিতেছেন। কেউ বলেন— ডেঙ্গু এখনো মহামারী আকার ধারণ করেনি। কেউ বলেন— পায়জামা-পাঞ্জাবি পরেন, পারলে মোজা পড়েন। মশা কামড়াবে না। প্যারায় প্যারা মিলায়ে কী একটা ‘প্যারা’ময় অবস্থা! মশা কামড়াক আর না কামড়াক, এই মানুষরূপী ডেঙ্গুরা রোজই কামড়ে যাইতেছে আমাদের প্রতিটি শরীর। সবার হয়তো ডেঙ্গু হয় নাই, তবে রাষ্ট্রের ডেঙ্গু হইছে বহু আগেই। স্বস্তির বিষয়— আপনার ডেঙ্গু থেকে বাঁচার যেমন কোনো ওষুধ নাই, একইভাবে এই জ্বর থিকা বাঁচার কুনো ওষুধ কিংবা উপায় নাই রাষ্ট্রেরও। এর নির্লজ্জতার সীমা ডেঙ্গু আক্রান্ত মুমূর্ষু রোগীর প্লাটিলেট কাউন্ট ছাড়ায়েও নিচে নাইমা গেছে। আর লজ্জাসীমার প্লাটিলেট নেমে গেছে সাধারণ ও অসাধারণ মানুষদেরও। তেমনি কিছু অসাধারণ মানুষ, তথা গোটা বিশেক ফ্লপ তারকারা এফডিসিতে ঝাড়ু নিয়া নামছিলেন মশা তাড়াইতে। যেই এফডিসিরে আইজ তাদের মনে পড়ছে, সেই এফডিসিরে পরিষ্কার আর সংস্কারের নামে ঝাড়ু দিয়া ডাস্টবিনে কিন্তু সেই কবে ফালায়ে দিছিলেন তারাই। কবেকার কথা বাদ, আইজ তো স্বয়ং তারিন আপাই বলতেছেন, ‘’মানুষের কথায় তো আর নর্দমা পরিষ্কার করব না!’ কথা সত্য, তথ্য আছে। মানুষের কথায় কী আসে যায়! তেল মাথায় তেল, আর পরিষ্কার জায়গা সর্বদাই পরিষ্কার রাখতে হয়। আর এফডিসির হর্তা জায়েদ খান কী বললেন, সেইটা বিষয়ই না। জায়েদ খান আর কাদের সাহেবের মন্তব্য খুব হাই থটের হয়। যেমন হাই থটের আমাদের বিচার ব্যবস্থা, সরকারি জরিপ ও সরকারি অনুদানের হজ্ব। অবশ্য সাধারণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এই শয়তানেরা একসাথে হজ্বে গিয়াও কিছু করতে পারবে কি না জানি না। তবে পুলিশেরা একসাথে এখন অনেক কিছু করতে পারে। এই যেমন ধরেন ওসিসহ ৫ জন পুলিশ মিলে ধর্ষণ। কিছু একটার উন্নয়ন তো হচ্ছে, হোক তা ধর্ষোন্নয়ন কিংবা ক্রসফায়ারের নামে লাশোন্নয়ন। যখন উন্নয়নের বাহকেরা উন্নয়ন শুনলেও কালো চশমা পড়ে থাকে, বুঝে নেবেন দিনে-রাতে তখন তীব্র রোদ। সুশীলদের মতো সরকারও সব উন্নয়নের ক্রেডিট নিতে চায় না। কিছু ক্রেডিট পরে থাক রাস্তায়, ডাস্টবিনে, খালে। আপনার আমার কিংবা গণতন্ত্রের মতো।

পোস্ট শেয়ার করুন

ডেঙ্গুতে আক্রান্ত রাষ্ট্র অথবা গণতন্ত্রহীনতার সুফল————-কাওছার আহমেদ বাপ্পু

আপডেটের সময় : ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ   যতটা না রোদ, তারও বেশি গুজব। অধিকারের ওপর …জব করা একটা সময় কাটতেছে বেশ উত্তেজনায়, গোঙানিতে, শিহরণে, আনন্দে, ছন্দে। ছন্দ তো বটেই— একেকজন মন্ত্রী-মেয়র এখন কবিতার মতোই প্যারায় প্যারা মিলিয়ে ছন্দভাষণ দিতেছেন। কেউ বলেন— ডেঙ্গু এখনো মহামারী আকার ধারণ করেনি। কেউ বলেন— পায়জামা-পাঞ্জাবি পরেন, পারলে মোজা পড়েন। মশা কামড়াবে না। প্যারায় প্যারা মিলায়ে কী একটা ‘প্যারা’ময় অবস্থা! মশা কামড়াক আর না কামড়াক, এই মানুষরূপী ডেঙ্গুরা রোজই কামড়ে যাইতেছে আমাদের প্রতিটি শরীর। সবার হয়তো ডেঙ্গু হয় নাই, তবে রাষ্ট্রের ডেঙ্গু হইছে বহু আগেই। স্বস্তির বিষয়— আপনার ডেঙ্গু থেকে বাঁচার যেমন কোনো ওষুধ নাই, একইভাবে এই জ্বর থিকা বাঁচার কুনো ওষুধ কিংবা উপায় নাই রাষ্ট্রেরও। এর নির্লজ্জতার সীমা ডেঙ্গু আক্রান্ত মুমূর্ষু রোগীর প্লাটিলেট কাউন্ট ছাড়ায়েও নিচে নাইমা গেছে। আর লজ্জাসীমার প্লাটিলেট নেমে গেছে সাধারণ ও অসাধারণ মানুষদেরও। তেমনি কিছু অসাধারণ মানুষ, তথা গোটা বিশেক ফ্লপ তারকারা এফডিসিতে ঝাড়ু নিয়া নামছিলেন মশা তাড়াইতে। যেই এফডিসিরে আইজ তাদের মনে পড়ছে, সেই এফডিসিরে পরিষ্কার আর সংস্কারের নামে ঝাড়ু দিয়া ডাস্টবিনে কিন্তু সেই কবে ফালায়ে দিছিলেন তারাই। কবেকার কথা বাদ, আইজ তো স্বয়ং তারিন আপাই বলতেছেন, ‘’মানুষের কথায় তো আর নর্দমা পরিষ্কার করব না!’ কথা সত্য, তথ্য আছে। মানুষের কথায় কী আসে যায়! তেল মাথায় তেল, আর পরিষ্কার জায়গা সর্বদাই পরিষ্কার রাখতে হয়। আর এফডিসির হর্তা জায়েদ খান কী বললেন, সেইটা বিষয়ই না। জায়েদ খান আর কাদের সাহেবের মন্তব্য খুব হাই থটের হয়। যেমন হাই থটের আমাদের বিচার ব্যবস্থা, সরকারি জরিপ ও সরকারি অনুদানের হজ্ব। অবশ্য সাধারণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এই শয়তানেরা একসাথে হজ্বে গিয়াও কিছু করতে পারবে কি না জানি না। তবে পুলিশেরা একসাথে এখন অনেক কিছু করতে পারে। এই যেমন ধরেন ওসিসহ ৫ জন পুলিশ মিলে ধর্ষণ। কিছু একটার উন্নয়ন তো হচ্ছে, হোক তা ধর্ষোন্নয়ন কিংবা ক্রসফায়ারের নামে লাশোন্নয়ন। যখন উন্নয়নের বাহকেরা উন্নয়ন শুনলেও কালো চশমা পড়ে থাকে, বুঝে নেবেন দিনে-রাতে তখন তীব্র রোদ। সুশীলদের মতো সরকারও সব উন্নয়নের ক্রেডিট নিতে চায় না। কিছু ক্রেডিট পরে থাক রাস্তায়, ডাস্টবিনে, খালে। আপনার আমার কিংবা গণতন্ত্রের মতো।