ডা: মঈন উদ্দিনের মৃত্যুতে সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের শোক

- আপডেটের সময় : ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ৬৭০ টাইম ভিউ
সৌদি আরব থেকে :-করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না-ইলাইহি রাজেউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,মধ্যেপ্রাচ্যে বিএনপির সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
এক শোক বার্তায় আহমদ আলী মুকিব শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেছেন, যিনি মৃত্যুর আগ পর্যন্ত নিরলসভাবে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে গেছেন, আজ তিনি করোনার থাবায় মৃত্যুর কাছে হার মানলেন ।
ডাঃমঈন উদ্দিনকে জাতীয় বীরের সম্মান দিতে হবে ।একই সাথে করোনা রোগীদের চিকিৎসায় যে সকল ডাক্তার,নার্স কাজ করে যাচ্ছেন তাদেরকেও সুরক্ষা দেয়া সরকার এক গুরু দায়িত্ব ও কর্তব্য ।একই সাথে দেশে বিদেশে এই পর্যন্ত যেসকল বাংলাদেশি করনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি এবং সকলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জনিয়েছেন ।
সেই সাথে যারা এখনো আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন আহম্মেদ আলী মুকিব ।