ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

জ্বর, কাশি ও শ্বাসকষ্টে নিয়ে সিএমএইচে এমপি মোকাব্বির

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • / ৪৭৯ টাইম ভিউ

 


জ্বর, কাশি ও শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন।
সোমবার দুপুরে মোকাব্বির খাঁন কে সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সহকারি মো. কয়েস মিয়া।
মো. কয়েছ মিয়া বলেন, ‘স্যার গত দুই দিন যাবত ন্যাম ভবনের ফ্ল্যাটে অসুস্থ বোধ করছিলেন। তার জ্বর-কাশি ও শ্বাসকষ্ট ছিল। আজকে সকাল থেকে হটাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে বিকাল ৩টায় স্যারকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।’ এমপি মোকাব্বির খানের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে কি না জানতে চাইলে কায়েস মিয়া বলেন, ‘স্যারের এখনো করোনাভাইরাস টেস্ট করা হয়নি। আজকে হাসাপাতালে ভর্তির পর তার নমুনা নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হয়ে বলা যাবে, তার করোনাভাইরাস সংক্রামক হয়েছে কি না।’ এদিকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশতাক আহমেদ জানান, বাজেটের ওপর সংসদে তার বক্তব্য রাখার কথা ছিল।

কিন্তু শ্বাসকষ্টের কারণে তিনি বক্তৃতা দিতে পারেননি।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের প্রার্থী হয়ে সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয় মোকাব্বির খান এবং সুলতান মনসুরের আহবানে সাড়া দিয়ে সংসদে যোগদান করে আলোচিত হোন মোকাব্বির খান ।

পোস্ট শেয়ার করুন

জ্বর, কাশি ও শ্বাসকষ্টে নিয়ে সিএমএইচে এমপি মোকাব্বির

আপডেটের সময় : ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

 


জ্বর, কাশি ও শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন।
সোমবার দুপুরে মোকাব্বির খাঁন কে সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সহকারি মো. কয়েস মিয়া।
মো. কয়েছ মিয়া বলেন, ‘স্যার গত দুই দিন যাবত ন্যাম ভবনের ফ্ল্যাটে অসুস্থ বোধ করছিলেন। তার জ্বর-কাশি ও শ্বাসকষ্ট ছিল। আজকে সকাল থেকে হটাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে বিকাল ৩টায় স্যারকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।’ এমপি মোকাব্বির খানের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে কি না জানতে চাইলে কায়েস মিয়া বলেন, ‘স্যারের এখনো করোনাভাইরাস টেস্ট করা হয়নি। আজকে হাসাপাতালে ভর্তির পর তার নমুনা নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হয়ে বলা যাবে, তার করোনাভাইরাস সংক্রামক হয়েছে কি না।’ এদিকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশতাক আহমেদ জানান, বাজেটের ওপর সংসদে তার বক্তব্য রাখার কথা ছিল।

কিন্তু শ্বাসকষ্টের কারণে তিনি বক্তৃতা দিতে পারেননি।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের প্রার্থী হয়ে সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয় মোকাব্বির খান এবং সুলতান মনসুরের আহবানে সাড়া দিয়ে সংসদে যোগদান করে আলোচিত হোন মোকাব্বির খান ।