জেলা প্রশাসক তোফায়েল ইসলামকে বিদায় সংবর্ধনা দিলো মৌলভীবাজার প্রেসক্লাব
- আপডেটের সময় : ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
- / ৪০৩ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের সদ্য পদন্নতি পাওয়া ও বিদায়ী জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব।
বুধবার ২৬ জুন রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, এনটিভির স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ইমজা সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা তাঁর নতুন কর্মস্থলের সাফল্য কামনা করে বলেন, এই জেলার অনেক জেলা প্রশাসক অতীতে পদোন্নতি পেয়েই এখান থেকে বিদায় নিয়েছেন। আজকের সংবর্ধিত ব্যক্তিও তাঁদের মধ্যে একজন।
আশা করি তিনি আমাদের মনে রাখবেন এবং আমাদের ভালোগুলোই মনে রাখবেন।