জিয়াউর রহমানকে নিয়ে বিচারপতি মানিকের কূটক্তির প্রতিবাদে- মৌলভীবাজার জেলা যুবদলের প্রতিবাদ সভা

- আপডেটের সময় : ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
- / ৭৯০ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তম সম্পর্কে বিচারপতি মানিকের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী যুবদল । গতকাল ১৫ ই জুন শনিবার দুপুর ১২টায় মৌলভীবাজার শহর ঘুরে বিক্ষোভ মিছিল শেষে চৌমুহনায় এসে সভার শেষ হয়।
মৌলভীবাজার জেলা যুবদলে সভাপতি জাকির হোসেন ও জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল মুহিত এর নেতৃত্বে মিছিল শেষে সভাপতি বক্তিতায় জাকির হোসেন বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি রেখে শেখ হাসিনা প্রতিহিংসার আগুন নেভাচ্ছেন। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে বর্তমান অবৈধ নিষ্ঠুর সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর বর্তমান স্বৈরাচারী শাসকগোষ্ঠীর চলমান হয়রানি ও নিষ্ঠুরতার অবসান ঘটাতে জনগণ এখন প্রস্তুতি নিতে হবে ।
গুম-খুন-ক্রসফায়ার-অপহরণ-ভয় ও শঙ্কার বর্তমান এই দুঃসময় অতিক্রম করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের মা দেশনেত্রীর মুক্তির জন্য রাজপথেই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।
ওরা ক্ষমতাসীনদের উচ্ছিষ্ট, অবান্তর ও অসত্য ।
বর্তমানে আইনের শাসন ও সংবিদান কে যেভাবে পদদলিত করা হচ্ছে একদিন ইতিহাস তার বিচার করবে । একদিন এই সংসদেই এই সরকারের বিচার করবে। ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী “মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ।
জেলা সাধারন সম্পাদক মুহিত বলেন
প্রিয় নেত্রীর ভাগ্যে কি আছে জানিনা ,তবে একথা জানি যে কিয়ামত পর্যন্ত বাংলার লক্ষ কুঠি মানুষের মনে বেঁচে থাকবেন অসিম মমতায় ।নিবিড় শ্রদ্ধা ও নিত্যকার প্রার্থনায় ।