জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আবেদ রাজা’র শুভেচ্ছা
- আপডেটের সময় : ১১:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ৩৪৪ টাইম ভিউ
:-৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সহ সভাপতি আবেদ রাজা দেশবাসী ও কুলাউড়া উপজেলা সর্বস্তরের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে জনাব আবেদ রাজা কুলাউড়া উপজেলা সহ বাংলাদেশ এবং বিশ্বব্যাপী সকল জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতা কর্মী এবং আপামর জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ৭ই নভেম্বরের এই দিনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদ্বেয়ী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আজ সময় এসেছে বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামীলীগের সরকারকে হঠিয়ে গণতন্ত্র ও মানবাধিকারকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে হবে। সেজন্যে আবেদ রাজা দেশ নায়ক তারেক রহমানের ডাকে সকলকে বিএনপির পতাকাতলে শরিক হওয়ার আহ্বান জানান।