জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়েত বিএনপির ভার্চুয়াল আলোচনা সভা

- আপডেটের সময় : ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ৪৫১ টাইম ভিউ
গৌরব,ঐতিহ্য আর অহংকারের সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুয়েত বিএনপি গতকাল স্থানীয় সময় রাত ৯ঘটিকায় এক ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । কুয়েত বিএনপির আহবায়ক নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও কুয়েত বিএনপির সদস্য সচিব আলহাজ্জ শওকত আলীর প্রানবন্ত পরিচালনায় বক্তব্য রাখেন কুয়েত বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সোয়েব আহমেদ,চুন্নু মোল্লা,মাঈন উদ্দিন,আক্তারুজামান সামস,আজিজ উদ্দন মিন্টু, মাহফুজুর রহমান,একরাম আলী বাবুল,কাদের মোল্লা,এ কে আজাদ নুর,হাবিবুল হাসান আল আমিন,আশফাকুল হক,মোমিন উল্লাহ পাঠোয়ারী,শফিকুল ইসলাম,মীর মোশারফ হোসেন মোস্তফা,সাঈদ নওশাদ,শেখ নিজামুর রহমান টিপু, কোরবান আলী,শফি উল্লাহ লিটন,গ্লোডেন সেলিম, আব্দুল কাদের ,হাফেজ আজিজুল ইসলাম সিরাজী,আবুল কালাম আজাদ,আরিফুর রহমান শাহিন,মারুফ হুসাইন,শাহী এমরান শিকদার, সায়রুল আমিন,চাঁন মিয়া,জাফর আহমেদ পলাশ,মিজানুর রহমান চৌধুরী,সুমন আহমেদ আনসারী,সায়েম আহমেদ আলতাফ প্রমূখ ।
বক্তব্যে শ্রদ্ধার সাথে স্মরন করা হয়-জাতির শ্রেস্ট সন্তান,স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাস্ট্র প্রতি,বিএনপির প্রতিষ্ঠাতা,বাংলাদেশী জাতীয়তাবাদের জনক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
তার উত্তরসূরী বেগম জিয়া,তারেক রহমান,আরাফাত রহমান সহ,সাবেক বর্তমান ও প্রয়াত নেতৃবৃন্দকে স্মরনপূর্বক দোয়া করা হয়।
সকলের বক্তব্যেই তুলে ধরা হয়-শহীদ জিয়ার জন্ম যদি বাংলাদেশে না হত,তবে বাংলার মানুষ স্বাধীনতা কি জানত না।