ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

চিকিৎসা নিতে এসে কলকাতা থেকে নিখোঁজ এক কুয়েতি যুবতীকে বাংলাদেশ থেকে উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৪৪ টাইম ভিউ

ডেস্কঃ চিকিৎসা নিতে ভারতে এসেছিলেন কুয়েতের ৩১ বছরের এক যুবতী। গত মাসে তিনি কলকাতা থেকে নিখোঁজ হন। পরে তাকে শনাক্ত করা হয়েছে প্রতিবেশী বাংলাদেশে। ভারতীয় পুলিশকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এ খবর দিয়েছে সরকারি বার্তা সংস্থা পিটিআই। নিখোঁজের বিষয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধানের পর কলকাতা পুলিশ কুয়েতি দূতাবাসকে অবহিত করে। জানানো হয় যে, একজন পুরুষসহ ওই যুবতী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেছেন বাংলাদেশে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, অবহিত হওয়ার পর বাংলাদেশের কাছে সহায়তা চায় ভারতে থাকা কুয়েতি দূতাবাস। ফলে সোমবার একটি বাসায় পাওয়া যায় ওই যুবতীকে। পুলিশ তাকে কুয়েত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। রিপোর্টে বলা হয়েছে, ২০শে জানুয়ারি তিনি ছোটভাইকে সঙ্গে নিয়ে কলকাতা আসেন। কলকাতার পূর্বাঞ্চলে একটি ৫ তারকা হোটেলে অবস্থান করছিলেন তারা।

ত্বকের সমস্যায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এর ফাঁকে কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার পর তিনি ভাইকে সঙ্গে নিয়ে ২৭শে জানুয়ারি আলিপুর চিড়িয়াখানা দেখতে যান। সেখান থেকে নিখোঁজ হন ওই যুবতী। ফলে তার ভাই আলিপুর পুলিশ স্টেশনে গিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে অভিযোগ জানান।

ওদিকে তার বোনের সঙ্গে থাকা মোবাইল ফোনের সিম ছিল কুয়েতি। ফলে তাকে কোনোভাবে শনাক্ত করতে ব্যর্থ হয় পুলিশ। তারা এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।

এদিকে বাংলাদেশে পাওয়া কুয়েতি যুবতি কুয়েতের কোণ এলাকার বাসিন্দা তা দূতাবাস থেকে জানা যায় নাই।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনি একটি হলুদ ট্যাক্সিতে উঠছেন একজন পুরুষের সঙ্গে। ওই পুরুষের পরনে ছিল একটি স্যুট, মাথায় ছিল ক্যাপ। মুখে ছিল মাস্ক। এ জন্য তাকে শনাক্ত করা ছিল খুব কঠিন। তবে আমরা ওই ট্যাক্সির চালককে শনাক্ত করতে পারি। তার কাছ থেকে জানতে পারি, তারা মারকুইস স্ট্রিটে নেমে গেছেন। সেখান থেকে তারা আরেকটি ট্যাক্সি নেন এবং পাশের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ সীমান্তের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারত সীমান্তের ভিতর আর কোথাও তাদেরকে দেখা যায়নি। বর্ণনার ওপর ভিত্তি করে শত শত সিসিটিভি ফুটেজ স্ক্যানিং করে, আমরা একজন পুরুষের ছবি পাই। সম্ভবত তিনি বাংলাদেশি একজন নাগরিক।

তার বিরুদ্ধে রেড এলার্ট জারি করা হয়। সূত্রদের সঙ্গে কথা বলেন আলিপুর পুলিশ স্টেশন এবং এন্টি-রাউডি সেকশন অব কলকাতা পুলিশের স্টাফরা। পরিষ্কার হয়ে যায়, ওই যুবতী এবং পুরুষটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে। তারা এ অবস্থায় নয়া দিল্লিতে কুয়েতি দূতাবাসকে বিষয়টি অবহিত করেন। এমন ভূমিকা নিয়ে ওই যুবতীকে উদ্ধারে সহায়তা করার জন্য কলকাতা পুলিশের প্রশংসা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে কুয়েতি দূতাবাস। তবে ওই পুরুষের কি হয়েছে, তিনি কি ওই যুবতীর প্রেমিক কিনা, ওই যুবতীকে বাংলাদেশের কোথা থেকে উদ্ধার করা হয়েছে- এর কিছুই জানা যায়নি।

পোস্ট শেয়ার করুন

চিকিৎসা নিতে এসে কলকাতা থেকে নিখোঁজ এক কুয়েতি যুবতীকে বাংলাদেশ থেকে উদ্ধার

আপডেটের সময় : ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

ডেস্কঃ চিকিৎসা নিতে ভারতে এসেছিলেন কুয়েতের ৩১ বছরের এক যুবতী। গত মাসে তিনি কলকাতা থেকে নিখোঁজ হন। পরে তাকে শনাক্ত করা হয়েছে প্রতিবেশী বাংলাদেশে। ভারতীয় পুলিশকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এ খবর দিয়েছে সরকারি বার্তা সংস্থা পিটিআই। নিখোঁজের বিষয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধানের পর কলকাতা পুলিশ কুয়েতি দূতাবাসকে অবহিত করে। জানানো হয় যে, একজন পুরুষসহ ওই যুবতী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেছেন বাংলাদেশে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, অবহিত হওয়ার পর বাংলাদেশের কাছে সহায়তা চায় ভারতে থাকা কুয়েতি দূতাবাস। ফলে সোমবার একটি বাসায় পাওয়া যায় ওই যুবতীকে। পুলিশ তাকে কুয়েত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। রিপোর্টে বলা হয়েছে, ২০শে জানুয়ারি তিনি ছোটভাইকে সঙ্গে নিয়ে কলকাতা আসেন। কলকাতার পূর্বাঞ্চলে একটি ৫ তারকা হোটেলে অবস্থান করছিলেন তারা।

ত্বকের সমস্যায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এর ফাঁকে কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার পর তিনি ভাইকে সঙ্গে নিয়ে ২৭শে জানুয়ারি আলিপুর চিড়িয়াখানা দেখতে যান। সেখান থেকে নিখোঁজ হন ওই যুবতী। ফলে তার ভাই আলিপুর পুলিশ স্টেশনে গিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে অভিযোগ জানান।

ওদিকে তার বোনের সঙ্গে থাকা মোবাইল ফোনের সিম ছিল কুয়েতি। ফলে তাকে কোনোভাবে শনাক্ত করতে ব্যর্থ হয় পুলিশ। তারা এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।

এদিকে বাংলাদেশে পাওয়া কুয়েতি যুবতি কুয়েতের কোণ এলাকার বাসিন্দা তা দূতাবাস থেকে জানা যায় নাই।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনি একটি হলুদ ট্যাক্সিতে উঠছেন একজন পুরুষের সঙ্গে। ওই পুরুষের পরনে ছিল একটি স্যুট, মাথায় ছিল ক্যাপ। মুখে ছিল মাস্ক। এ জন্য তাকে শনাক্ত করা ছিল খুব কঠিন। তবে আমরা ওই ট্যাক্সির চালককে শনাক্ত করতে পারি। তার কাছ থেকে জানতে পারি, তারা মারকুইস স্ট্রিটে নেমে গেছেন। সেখান থেকে তারা আরেকটি ট্যাক্সি নেন এবং পাশের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ সীমান্তের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারত সীমান্তের ভিতর আর কোথাও তাদেরকে দেখা যায়নি। বর্ণনার ওপর ভিত্তি করে শত শত সিসিটিভি ফুটেজ স্ক্যানিং করে, আমরা একজন পুরুষের ছবি পাই। সম্ভবত তিনি বাংলাদেশি একজন নাগরিক।

তার বিরুদ্ধে রেড এলার্ট জারি করা হয়। সূত্রদের সঙ্গে কথা বলেন আলিপুর পুলিশ স্টেশন এবং এন্টি-রাউডি সেকশন অব কলকাতা পুলিশের স্টাফরা। পরিষ্কার হয়ে যায়, ওই যুবতী এবং পুরুষটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে। তারা এ অবস্থায় নয়া দিল্লিতে কুয়েতি দূতাবাসকে বিষয়টি অবহিত করেন। এমন ভূমিকা নিয়ে ওই যুবতীকে উদ্ধারে সহায়তা করার জন্য কলকাতা পুলিশের প্রশংসা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে কুয়েতি দূতাবাস। তবে ওই পুরুষের কি হয়েছে, তিনি কি ওই যুবতীর প্রেমিক কিনা, ওই যুবতীকে বাংলাদেশের কোথা থেকে উদ্ধার করা হয়েছে- এর কিছুই জানা যায়নি।