গোয়াইনঘাটে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

- আপডেটের সময় : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ৩৭৫ টাইম ভিউ
সিলেটে এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে গোয়াইনঘাট উপজেলার কাটাখাল সেতু সংলগ্ন একটি খাল থেকে শাহীন আহমদ (১৪) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
শাহীন ব্যাটারিচালিত রিকশা চালাতো। সে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে।
স্থানীয় লোকজন জানান, রবিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে বঙ্গবীর এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ১০টা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় তার বাবা ও আত্মীয়-স্বজন তাকে খুঁজতে বের হন। রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবীর পয়েন্টের কাছে শাহীনের অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটিতে তখন ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ ছিল না।
অটোরিকশা দেখতে পেয়ে আশপাশ এলাকায় খুঁজতে গিয়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কাটাখাল সেতুর কাছে শাহীনের জুতা পাওয়া যায়। আর এর অদূরেই মিলে শাহীনের বস্তাবন্দী লাশ। খবর পেয়ে গতকাল সোমবার ভোরে পুলিশ গিয়ে শাহীনের লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল আহাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। #