ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
পর্তুগাল জাসাস’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন

খেলাধূলায় উৎসাহিত করণের লক্ষ্যে ইতালিতে জোভানি পের লুমানিতা’র ব্যতিক্রমি আয়োজন

মাহদী হাসান
  • আপডেটের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ৩৭২ টাইম ভিউ

মাদক ছাড়ো, খেলা ধরো! এই স্লোগানকে সামনে রেখে ইতালির ভেনিস শহরে তরুণদের কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলায় উৎসাহিত করতে জোভানি পের লুমানিতা বাংলাদেশি প্রবাসী যুবকদের নিয়ে প্রতিবছর খেলাধুলার আয়োজন করে যাচ্ছে। জোভানি পের লুমানিতার আয়োজনে ৪ মার্চ রোজ শনিবার ইতালির ভেনিস শহরে ভিয়া গফফ্রেদো মামেলি ৩৭ মারঘেরা নামক স্থানে সম্পন্ন হলো ব্যাডমিন্টন ফ্রেন্ডলি কাপ ২০২৩ টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মিলান বার্তা দলের নাজমুল হোসেন ও রাজিব ২-১ সেটে রানারআপ তাকওয়া ইমিগ্রেশন সার্ভিস দলের নাজমুল হক ও সাগর কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উক্ত টুর্নামেন্টে রিপার দলের রাফি ও শাহজালাল ২-০ সেটে ভিচেনছা দলের দিলন ও জামালকে পরাজিত করে তৃতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন মিলান বার্তা দলের সিলেটের কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক নাজমুল হোসেন।

 

বিভিন্ন খেলায় পারদর্শী নাজমুল হোসেন একজন প্রকৃত খেলোয়াড়ের পাশাপাশি তিনি ইতালির বাংলাদেশি প্রবাসী কমিউনিটির একজন সুপরিচিত সিনিয়র সাংবাদিক। তিনি তার সুশিক্ষা, মেধা আর বিচক্ষনতার মাধ্যমে বর্তমানে মিলান বার্তা’র কর্নধার এবং জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা এর ভেনিস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত নাজমুল হোসেন এর পুরষ্কারটি তুলে দেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সম্মানিত সহ সভাপতি ক্রীড়াপ্রেমী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক শাইখ আহমেদ।

এছাড়াও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাগর। পাশাপাশি বেস্ট ইয়ং টিম হিসেবে নির্বাচিত হয়েছেন ভিচেনছা ২ দলের মাহাদি হাসান ও আলেছছান্দ্রো এবং বেস্ট ইয়ং খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ছানি।
পুরো টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে নির্ভূল ও নিরেপক্ষ দায়িত্ব পালন করায় জাকির হোসেন কে বিশেষ পুরস্কারে পুরষ্কৃত করা হয়।

ব্যাডমিন্টন ফ্রেন্ডলি কাপ ২০২৩ টুর্নামেন্ট পরিচালনায় স্পনসর করে সহযোগিতা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সোলেমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাইখ আহমেদ, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিস, জম জম হালাল মার্কেট, ঢাকা বিরিয়ানি হাউজ, স্টুডিও মিজজানি আর্কিতেত্তো, শর্মা পিজ্জেরিয়া, তাকওয়া ইমিগ্রেশন সার্ভিস, উমার আছিছতেনছা, এম পি সার্ভিস এবং বাংলা রেস্টুরেন্ট।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি পেশার বাংলাদেশি প্রবাসীগণ।

জোভানি পের লুমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার এর সভাপতিত্বে আসলামউজ্জামান মোহাম্মদ ও তিশা সুলতানা’র যৌথ পরিচালনায় ও প্রানবন্ত উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম পর্বে জোভানি পের লুমানিতার সৃষ্টিলগ্ন থেকে যারা অর্থনৈতিক সহযোগিতাসহ বিশেষ অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং বিজয়ী দল সহ নির্বাচিত সকলের মাঝে মেডেল, ট্রফি ও আর্কষনীয পুরস্কার তুলে দেন ভেনিস কমিউনিটির স্থানীয় সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

জোভানি পের লুমানিতা সংগঠনটি বাংলাদেশি প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন সুন্দর কার্যক্রম সর্বদা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশা করছেন উক্ত ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরিশেষে জোভানি পের লুমানিতা সংগঠনটির সদস্যদের নিজ হাতে তৈরি ইতালিয়ান বিভিন্ন রকমের হালাল ও সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

পোস্ট শেয়ার করুন

খেলাধূলায় উৎসাহিত করণের লক্ষ্যে ইতালিতে জোভানি পের লুমানিতা’র ব্যতিক্রমি আয়োজন

আপডেটের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

মাদক ছাড়ো, খেলা ধরো! এই স্লোগানকে সামনে রেখে ইতালির ভেনিস শহরে তরুণদের কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলায় উৎসাহিত করতে জোভানি পের লুমানিতা বাংলাদেশি প্রবাসী যুবকদের নিয়ে প্রতিবছর খেলাধুলার আয়োজন করে যাচ্ছে। জোভানি পের লুমানিতার আয়োজনে ৪ মার্চ রোজ শনিবার ইতালির ভেনিস শহরে ভিয়া গফফ্রেদো মামেলি ৩৭ মারঘেরা নামক স্থানে সম্পন্ন হলো ব্যাডমিন্টন ফ্রেন্ডলি কাপ ২০২৩ টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মিলান বার্তা দলের নাজমুল হোসেন ও রাজিব ২-১ সেটে রানারআপ তাকওয়া ইমিগ্রেশন সার্ভিস দলের নাজমুল হক ও সাগর কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উক্ত টুর্নামেন্টে রিপার দলের রাফি ও শাহজালাল ২-০ সেটে ভিচেনছা দলের দিলন ও জামালকে পরাজিত করে তৃতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন মিলান বার্তা দলের সিলেটের কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক নাজমুল হোসেন।

 

বিভিন্ন খেলায় পারদর্শী নাজমুল হোসেন একজন প্রকৃত খেলোয়াড়ের পাশাপাশি তিনি ইতালির বাংলাদেশি প্রবাসী কমিউনিটির একজন সুপরিচিত সিনিয়র সাংবাদিক। তিনি তার সুশিক্ষা, মেধা আর বিচক্ষনতার মাধ্যমে বর্তমানে মিলান বার্তা’র কর্নধার এবং জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা এর ভেনিস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত নাজমুল হোসেন এর পুরষ্কারটি তুলে দেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সম্মানিত সহ সভাপতি ক্রীড়াপ্রেমী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক শাইখ আহমেদ।

এছাড়াও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাগর। পাশাপাশি বেস্ট ইয়ং টিম হিসেবে নির্বাচিত হয়েছেন ভিচেনছা ২ দলের মাহাদি হাসান ও আলেছছান্দ্রো এবং বেস্ট ইয়ং খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ছানি।
পুরো টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে নির্ভূল ও নিরেপক্ষ দায়িত্ব পালন করায় জাকির হোসেন কে বিশেষ পুরস্কারে পুরষ্কৃত করা হয়।

ব্যাডমিন্টন ফ্রেন্ডলি কাপ ২০২৩ টুর্নামেন্ট পরিচালনায় স্পনসর করে সহযোগিতা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সোলেমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাইখ আহমেদ, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিস, জম জম হালাল মার্কেট, ঢাকা বিরিয়ানি হাউজ, স্টুডিও মিজজানি আর্কিতেত্তো, শর্মা পিজ্জেরিয়া, তাকওয়া ইমিগ্রেশন সার্ভিস, উমার আছিছতেনছা, এম পি সার্ভিস এবং বাংলা রেস্টুরেন্ট।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি পেশার বাংলাদেশি প্রবাসীগণ।

জোভানি পের লুমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার এর সভাপতিত্বে আসলামউজ্জামান মোহাম্মদ ও তিশা সুলতানা’র যৌথ পরিচালনায় ও প্রানবন্ত উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম পর্বে জোভানি পের লুমানিতার সৃষ্টিলগ্ন থেকে যারা অর্থনৈতিক সহযোগিতাসহ বিশেষ অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং বিজয়ী দল সহ নির্বাচিত সকলের মাঝে মেডেল, ট্রফি ও আর্কষনীয পুরস্কার তুলে দেন ভেনিস কমিউনিটির স্থানীয় সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

জোভানি পের লুমানিতা সংগঠনটি বাংলাদেশি প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন সুন্দর কার্যক্রম সর্বদা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশা করছেন উক্ত ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরিশেষে জোভানি পের লুমানিতা সংগঠনটির সদস্যদের নিজ হাতে তৈরি ইতালিয়ান বিভিন্ন রকমের হালাল ও সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।