ঢাকা , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা

খালেদা জিয়ার মুক্তি ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে: অলি

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • / ১১১৬ টাইম ভিউ

২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ঠেকাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। তার মুক্তির জন্য এলডিপি সারাদেশে জনমত গড়ে তুলবে।

শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে দলের এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, রাজনীতিতে অনেকে নিজেকে খালেদা জিয়ার চেয়েও বড় নেতা মনে করেন। কাজেই তিনি জেল থেকে বের হলে অনেকের অসুবিধা হতে পারে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এ কথা বলতে দ্বিধা নেই যে নেত্রীকে মুক্ত করতে যেটা করার দরকার ছিল তা তারা করতে পারছেন না। হয় দলের শীর্ষ নেতারা সক্ষম নয়, অথবা তাদের করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। তাই বিএনপি বর্তমানে মুখথুবড়ে পড়েছে-এটি ঠিক নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়া আজ কারাগারে বন্দি আছেন। গোটা দেশও আজ কার্যত বন্দি। তাই খালেদা জিয়া এবং বন্দি দেশটাকে মুক্ত করার জন্য সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।

এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের পরিচালনায় ইফতারে বিএনপি নেতাদের মধ্যে আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শওকত মাহমুদ, ড. আসাদুজ্জামান রিপন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত; ২০ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতের আব্দুল হালিম, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) জাফরুল্লাহ লাহরী, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্ট শেয়ার করুন

খালেদা জিয়ার মুক্তি ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে: অলি

আপডেটের সময় : ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯

২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ঠেকাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। তার মুক্তির জন্য এলডিপি সারাদেশে জনমত গড়ে তুলবে।

শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে দলের এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, রাজনীতিতে অনেকে নিজেকে খালেদা জিয়ার চেয়েও বড় নেতা মনে করেন। কাজেই তিনি জেল থেকে বের হলে অনেকের অসুবিধা হতে পারে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এ কথা বলতে দ্বিধা নেই যে নেত্রীকে মুক্ত করতে যেটা করার দরকার ছিল তা তারা করতে পারছেন না। হয় দলের শীর্ষ নেতারা সক্ষম নয়, অথবা তাদের করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। তাই বিএনপি বর্তমানে মুখথুবড়ে পড়েছে-এটি ঠিক নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়া আজ কারাগারে বন্দি আছেন। গোটা দেশও আজ কার্যত বন্দি। তাই খালেদা জিয়া এবং বন্দি দেশটাকে মুক্ত করার জন্য সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।

এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের পরিচালনায় ইফতারে বিএনপি নেতাদের মধ্যে আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শওকত মাহমুদ, ড. আসাদুজ্জামান রিপন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত; ২০ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতের আব্দুল হালিম, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) জাফরুল্লাহ লাহরী, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।