খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দু’দিনের কর্মসূচি

- আপডেটের সময় : ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ১৫৭০ টাইম ভিউ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
তিনি বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভা আমরা ঘোষণা করেছিলাম তা বইমেলার কারণে স্থগিত করছি। ওইদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপি প্রতিবাদ সভা করবে। পরদিন ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ছাড়া সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, নজমুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ ও সেলিম রেজা হাবিব।