খালেদা জিয়ার কারামুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা

- আপডেটের সময় : ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
- / ৩৮৪ টাইম ভিউ
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে রেখে যারা এমপি, মন্ত্রী হওয়ার জন্য দলে গ্রুপিং সৃষ্টি করছে তারা দলের প্রকৃত লোক নয়। তারা হলো মতলব বাজ, স্বার্থপর। দলের এই দু:সময়ে দেশনেত্রীকে মুক্ত করার জন্য যারা পদ পদবীর লোভ না করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করছে তারাই দলের প্রকৃত কর্মি, শহীদ জিয়ার আদর্শের কর্মি। “সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত” কতৃক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির জন্য আয়োজিত দোয়া ও আলোচনা সভায় একথা বলেন ইউ,এ,ই বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব। তিনি আরো বলেন খুব শীগ্রই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেটের জাতীয়তাবাদী আদর্শের সকল লোকের সমন্বয়ে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের যথাযথ উদ্যোগ গ্রহন করা হবে।
গতকাল ১২/৭/২০১৯ইং রোজ শুক্রবার রাত ৯ঘটিকার সময় শারজাহ জাবাল আল নুর রেষ্টুরেন্টে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত। সংগটনের সদস্য সচিব আনোয়ার হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহবায়ক রিয়াজ উদ্দিন রউফ। সংগটনের সংগ্রামী সদস্য রুহুল আমিনের কোরআন তেলাওয়াত এবং শিহাব আহমেদ এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউ,এ,ই বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব। প্রধান বক্তা সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক এডভোকেট সাঈদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কোহিনুর আলম, আল আইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, ইউ,এ,যুবদলের সহ সভাপতি মিয়া মোহাম্মদ সিজ্জিল, ইছমত আলী, যুগ্ন সম্পাদক আরমান চৌ:, সাংগটনিক সম্পাদক শাহাজান সজিব, প্রচার সম্পাদক তারেক তালুকদার, রাজনগর থানা যুবদল সাংগটনিক সম্পাদক সুয়েব আহমদ, শারজা যুবদলের প্রধান উপদেষ্টা চুনু মিয়া, সাধারন সম্পাদক জিএসএম আনোয়ার হোসেন। আরো উপস্তিত ছিলেন যুবনেতা আলী নুর, রিপন মজুমদার, লোকমান হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।