খালেদা জিয়াকে মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না : সেতুমন্ত্রী

- আপডেটের সময় : ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ১২৬৮ টাইম ভিউ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো ফায়দা লুটতে দেয়া হবে না।
তিনি আজ শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় অনলাইন ওয়েব পেজ এবং স্কেল লোড ও স্কেল স্ট্যাম্প সিস্টেম বর্ধিত করণ ব্যবস্থার উদ্বোধনকালে উপস্থিত সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া পার্বত্য জেলাগুলোতে সৃষ্ঠ ভূমিধস এবং হাওর অঞ্চলে গিয়ে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে না দাঁড়িয়ে রাজধানীতে বসে মিথ্যাচার করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরকে প্রশ্নবিদ্ধ করতে অন্ধ আক্রোশে তিনি (খালেদা) মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করছেন।