ঢাকা , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা রিডানডেন্ট ক্লোথিং আর মজুর মামার ‘বিশ্বকাপ’ ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের নামাজ পর্তুগালে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
  • / ৬০৯ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

রোববার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, দেশের মানুষের ভালবাসায় সিক্ত ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়া কারাবন্দি। জনপ্রিয়তা, দেশের জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের তিনি আজ কারাগারে। তিনি প্রতিহিংসার শিকার।

‘আর এ জন্যই মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করার মাধ্যমে বেগম জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামিনে বাধাপ্রদানসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসাটুকুও দেয়া হচ্ছে না। ’

বিএনপির এ নেতা বলেন, রাতের ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনদাবির প্রতি তোয়াক্কা না করে বেগম জিয়ার ওপর নিষ্ঠুর আচরণ অব্যাহত রেখেছেন। তবে জনগণ দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ কারাবন্দি সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানান তিনি।

পোস্ট শেয়ার করুন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

আপডেটের সময় : ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

রোববার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, দেশের মানুষের ভালবাসায় সিক্ত ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়া কারাবন্দি। জনপ্রিয়তা, দেশের জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের তিনি আজ কারাগারে। তিনি প্রতিহিংসার শিকার।

‘আর এ জন্যই মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করার মাধ্যমে বেগম জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামিনে বাধাপ্রদানসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসাটুকুও দেয়া হচ্ছে না। ’

বিএনপির এ নেতা বলেন, রাতের ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনদাবির প্রতি তোয়াক্কা না করে বেগম জিয়ার ওপর নিষ্ঠুর আচরণ অব্যাহত রেখেছেন। তবে জনগণ দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ কারাবন্দি সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানান তিনি।