কেরবারের বিদায়, হারালেন শীর্ষস্থানও

- আপডেটের সময় : ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
- / ১১৩৩ টাইম ভিউ
নাম্বার ওয়ান তারকা তিনি। খেলেছেন গত আসরের ফাইনালও। তবে উইম্বলডনের চতুর্থ রাউন্ডেই অঘটনের শিকার হলেন অ্যাঞ্জেলিক কেরবার। সোমবার শেষ ষোলোর লড়াইয়ে গারবিন মুগুরুজার কাছে হেরে অল ইংল্যান্ড ক্লাব থেকে বিদায় নেন এই জার্মান সুন্দরী। সেইসঙ্গে নারী টেনিসের শীর্ষস্থানও হারাতে যাচ্ছেন কেরবার।
মুগুরুজার বিপক্ষে প্রথম সেটে জয় পেয়েছিলেন কেরবারই। তবে শেষ পর্যন্ত ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হেরে বিদায় নেন গত আসরের ফাইনালিস্ট এই জার্মান তারকা।
উইম্বলডনের আসর শেষেই আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থান হারাবেন কেরবার। সিমোনা হালেপ কিংবা ক্যারোলিনা প্লিসকোভা কেরবারকে হারিয়ে নারী টেনিসের নাম্বার ওয়ান তারকা হতে যাচ্ছেন।