ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

কেন পদত্যাগ করছেন হাথুরুসিঙ্গে?

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • / ১৬৭০ টাইম ভিউ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ক্রিকেট বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিঙ্গে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি-র সভাপতি নাজমুল হাসান।
তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরের পরই বোর্ডকে চিঠি দিয়ে তার পদত্যাগের কথা জানিয়েছিলেন হাথুরুসিঙ্গে। কিন্তু নির্দিষ্টভাবে এর জন্য কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
বোর্ড সভাপতির কথায়, “হতে পারে কোনো আবেগজনিত কারণে বা পারিবারিক কারণে তিনি সরে দাঁড়াতে চাইছেন। আমি ঠিক জানি না। ওই চিঠি দেয়ার পর আমার সঙ্গে তার কোনো কথাবার্তাও হয়নি।”

নাজমুল হাসান আরো বলেন, “এতদিনের পরিচয়ের সুবাদে তাকে আমি অত্যন্ত পেশাদার একজন ব্যক্তি হিসেবেই চিনি। কিন্তু এবারে দেখছি দক্ষিণ আফ্রিকা সফরের পরই তিনি চিঠি পাঠিয়ে সোজা গিয়ে অস্ট্রেলিয়ায় চুপচাপ বসে আছেন। এটা একেবারেই তার স্বভাববিরুদ্ধ।”

তবে হাথুরুসিঙ্গের পদত্যাগপত্র গৃহীত হবে কি না তা জানতে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। সে দিনই অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে তার ঢাকায় ফেরার কথা।
হাথুরুসিঙ্গে ফিরলে তার সাথে মুখোমুখি কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

তবে বোর্ড সভাপতি সেই সঙ্গেই যোগ করেছেন, “আমাদের আগে জানতে হবে কেন ও ছেড়ে দিতে চাচ্ছে। বিষয়টা টাকাকড়ির নয়, সেটা আমি নিশ্চিত। তবে যদি কেউ থাকতে না-চায়, তাকে কীভাবে আমরা জোর করে আটকে রাখব?”

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর ছিল ব্যর্থতায় ভরা। ওই সফরে টেস্ট, ওয়ান-ডে ও টিটোয়েন্টি সিরিজে দলের চূড়ান্ত ব্যর্থতার পরই বোর্ডের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন প্রধান কোচ হাথুরুসিঙ্গে।
বিশ্বের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ তিনি, কিন্তু সম্প্রতি বোর্ডের সাথে তার সম্পর্ক যে খুব একটা ভালো যাচ্ছিল না এটাও ঠিক।
সে বিষয়টিও স্পষ্ট করেছেন নাজমুল হাসান। পাশাপাশি বলেছেন, দলের ক্রিকেটাররা তাকে নিয়ে কেন মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা বলেন তা নিয়েও হাথুরুসিংহে তার কাছে আগে একাধিকবার অনুযোগ করেছেন।

ক্রিকেটার ও কোচকে নিয়ে তিনি মিটমাটের চেষ্টায় আগেও বসেছেন বলে জানান বোর্ড সভাপতি।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে অবশ্য হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দল দেশের বাইরেও উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে।

বিশেষ করে ২০১৫তে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর বিগত মে-জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাথুরুসিঙ্গের কোচিংয়েই বাংলাদেশ সেমিফাইনালে খেলে।
এছাড়া সাবেক এই টেস্ট ক্রিকেটার বাংলাদেশের দায়িত্ব নেবার পর ওয়ানডে র‍্যাংকিংয়েও এই প্রথমবারের মতো বাংলাদেশ ৬ নম্বরে উঠে আসে। টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে।

এদিকে, হাথুরুসিঙ্গে বাংলোদেশ ছেড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে পারেন বলে খবর দিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
বর্তমান চুক্তি অনুসারে অবশ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার বাংলাদেশের সাথ কাজ করার কথা।

পোস্ট শেয়ার করুন

কেন পদত্যাগ করছেন হাথুরুসিঙ্গে?

আপডেটের সময় : ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ক্রিকেট বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিঙ্গে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি-র সভাপতি নাজমুল হাসান।
তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরের পরই বোর্ডকে চিঠি দিয়ে তার পদত্যাগের কথা জানিয়েছিলেন হাথুরুসিঙ্গে। কিন্তু নির্দিষ্টভাবে এর জন্য কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
বোর্ড সভাপতির কথায়, “হতে পারে কোনো আবেগজনিত কারণে বা পারিবারিক কারণে তিনি সরে দাঁড়াতে চাইছেন। আমি ঠিক জানি না। ওই চিঠি দেয়ার পর আমার সঙ্গে তার কোনো কথাবার্তাও হয়নি।”

নাজমুল হাসান আরো বলেন, “এতদিনের পরিচয়ের সুবাদে তাকে আমি অত্যন্ত পেশাদার একজন ব্যক্তি হিসেবেই চিনি। কিন্তু এবারে দেখছি দক্ষিণ আফ্রিকা সফরের পরই তিনি চিঠি পাঠিয়ে সোজা গিয়ে অস্ট্রেলিয়ায় চুপচাপ বসে আছেন। এটা একেবারেই তার স্বভাববিরুদ্ধ।”

তবে হাথুরুসিঙ্গের পদত্যাগপত্র গৃহীত হবে কি না তা জানতে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। সে দিনই অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে তার ঢাকায় ফেরার কথা।
হাথুরুসিঙ্গে ফিরলে তার সাথে মুখোমুখি কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

তবে বোর্ড সভাপতি সেই সঙ্গেই যোগ করেছেন, “আমাদের আগে জানতে হবে কেন ও ছেড়ে দিতে চাচ্ছে। বিষয়টা টাকাকড়ির নয়, সেটা আমি নিশ্চিত। তবে যদি কেউ থাকতে না-চায়, তাকে কীভাবে আমরা জোর করে আটকে রাখব?”

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর ছিল ব্যর্থতায় ভরা। ওই সফরে টেস্ট, ওয়ান-ডে ও টিটোয়েন্টি সিরিজে দলের চূড়ান্ত ব্যর্থতার পরই বোর্ডের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন প্রধান কোচ হাথুরুসিঙ্গে।
বিশ্বের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ তিনি, কিন্তু সম্প্রতি বোর্ডের সাথে তার সম্পর্ক যে খুব একটা ভালো যাচ্ছিল না এটাও ঠিক।
সে বিষয়টিও স্পষ্ট করেছেন নাজমুল হাসান। পাশাপাশি বলেছেন, দলের ক্রিকেটাররা তাকে নিয়ে কেন মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা বলেন তা নিয়েও হাথুরুসিংহে তার কাছে আগে একাধিকবার অনুযোগ করেছেন।

ক্রিকেটার ও কোচকে নিয়ে তিনি মিটমাটের চেষ্টায় আগেও বসেছেন বলে জানান বোর্ড সভাপতি।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে অবশ্য হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দল দেশের বাইরেও উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে।

বিশেষ করে ২০১৫তে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর বিগত মে-জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাথুরুসিঙ্গের কোচিংয়েই বাংলাদেশ সেমিফাইনালে খেলে।
এছাড়া সাবেক এই টেস্ট ক্রিকেটার বাংলাদেশের দায়িত্ব নেবার পর ওয়ানডে র‍্যাংকিংয়েও এই প্রথমবারের মতো বাংলাদেশ ৬ নম্বরে উঠে আসে। টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে।

এদিকে, হাথুরুসিঙ্গে বাংলোদেশ ছেড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে পারেন বলে খবর দিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
বর্তমান চুক্তি অনুসারে অবশ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার বাংলাদেশের সাথ কাজ করার কথা।