ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের গার্ড শাহীনের সন্ত্রাসী আচরনে প্রবাসীরা ক্ষুব্দ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • / ৭৯২ টাইম ভিউ

কুয়েত প্রতিনিধি :- কুয়েত বাংলাদেশ দূতাবাসের শাহীন নামের গার্ডের দুর্নীতি ও অনৈতিক আচরণের একটি ভিডিও ফেইসবুক ভাইরাল হয়ে পড়ে গতকাল থেকে । বর্তমানে কুয়েত প্রবাসীদের মাঝে এটি এখন টক অফ দা টাউনে পরিণত হয়েছে । প্রশ্ন উঠেছে একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী হয়ে একজন প্রবাসীর সাথে এইধরণের অনৈতিক আচরণ কোনো ভাবে গ্রহণযোগ্য নয় ।এই গার্ড এর সাথে মিলে আরেকজন ক্লিনার জাহিদ ও ওই সময় প্রবাসীর সাথে খারাপ আচরণ করেন।চড় থাপ্পর দিয়ে বের করে দেয়া হবে এই শব্দ টি ওই সিকিউরিটি গার্ডের । এই আচরণে প্রবাসীরা শুধু হতবাক হন নি রিতীমত বাকরুদ্ধ । সরকারি বেতন ভুক্ত কর্মচারীরা হলো প্রজাতন্ত্রের কর্মচারী । এর আগেও খালেদিয়ায় এলাকায় দূতাবাস থাকার সময় এই একই গার্ডের দুর্নীতির আরেকটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল ফেইসবুকে। কিন্তু দুর্নীতির বিচার না হওয়ার কারণে প্রবাসীর সাথে অসহজনমূলখ আচরন করতে গার্ড দিধাবোধ করেন নাই । এই ধরণের রূঢ় আচরণের কারণে বৈদেশিক মিশণে কাজ করতে পারেন কি না একজন কর্মচারী তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রবাসী মহলে ।তারা তাদের মূল কাজ না করে মাজে মাজে এই গার্ড এবং ক্লিনার জাহিদ কে কর্মকর্তাদের আচরণ করতে দেখা যায় ।এই ভাবে চলতে থাকলে একটি দূতাবাসের সম্মান থাকেনা প্রবাসীদের কাছে । এবং অনাকাংক্ষিত ঘটনার জন্ম দিবেই তা স্বাভাবিক, অনেকেই ফেসবুক গালাগাল দূতাবাস কে এও বলছেন প্রবাসীদের জন্য দূতাবাস কে রাখা হয়েছে, দূতাবাসের জন্য প্রবাসীদের রাখা হয়নি । প্রবাসীরা আশা প্রকাশ করছে এই দুটি ঘটনাকে গুরুত্ব দিয়ে এর জন্য তদন্ত কমিটি করা হবে ।একই সাথে প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে ও দাবি জানিয়েছে প্রবাসীরা এর একটা বিহিত করার জন্য এবং দ্রুতগতিতে এই গার্ডকে কুয়েত থেকে প্রত্যাহার করে নিয়ে শাস্তির ব্যবস্থা করার জন্য ।প্রবাসীরা এখন ভয় পাচ্ছে যদি গার্ডের এই অনৈতিক আচরণ এর শিকার অন্যদেরও হতে হবে কি ? আমাদের প্রতিনিধি দূতাবাসের প্রথম সচিবের কাছে মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেন নি ।

পোস্ট শেয়ার করুন

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের গার্ড শাহীনের সন্ত্রাসী আচরনে প্রবাসীরা ক্ষুব্দ

আপডেটের সময় : ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯

কুয়েত প্রতিনিধি :- কুয়েত বাংলাদেশ দূতাবাসের শাহীন নামের গার্ডের দুর্নীতি ও অনৈতিক আচরণের একটি ভিডিও ফেইসবুক ভাইরাল হয়ে পড়ে গতকাল থেকে । বর্তমানে কুয়েত প্রবাসীদের মাঝে এটি এখন টক অফ দা টাউনে পরিণত হয়েছে । প্রশ্ন উঠেছে একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী হয়ে একজন প্রবাসীর সাথে এইধরণের অনৈতিক আচরণ কোনো ভাবে গ্রহণযোগ্য নয় ।এই গার্ড এর সাথে মিলে আরেকজন ক্লিনার জাহিদ ও ওই সময় প্রবাসীর সাথে খারাপ আচরণ করেন।চড় থাপ্পর দিয়ে বের করে দেয়া হবে এই শব্দ টি ওই সিকিউরিটি গার্ডের । এই আচরণে প্রবাসীরা শুধু হতবাক হন নি রিতীমত বাকরুদ্ধ । সরকারি বেতন ভুক্ত কর্মচারীরা হলো প্রজাতন্ত্রের কর্মচারী । এর আগেও খালেদিয়ায় এলাকায় দূতাবাস থাকার সময় এই একই গার্ডের দুর্নীতির আরেকটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল ফেইসবুকে। কিন্তু দুর্নীতির বিচার না হওয়ার কারণে প্রবাসীর সাথে অসহজনমূলখ আচরন করতে গার্ড দিধাবোধ করেন নাই । এই ধরণের রূঢ় আচরণের কারণে বৈদেশিক মিশণে কাজ করতে পারেন কি না একজন কর্মচারী তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রবাসী মহলে ।তারা তাদের মূল কাজ না করে মাজে মাজে এই গার্ড এবং ক্লিনার জাহিদ কে কর্মকর্তাদের আচরণ করতে দেখা যায় ।এই ভাবে চলতে থাকলে একটি দূতাবাসের সম্মান থাকেনা প্রবাসীদের কাছে । এবং অনাকাংক্ষিত ঘটনার জন্ম দিবেই তা স্বাভাবিক, অনেকেই ফেসবুক গালাগাল দূতাবাস কে এও বলছেন প্রবাসীদের জন্য দূতাবাস কে রাখা হয়েছে, দূতাবাসের জন্য প্রবাসীদের রাখা হয়নি । প্রবাসীরা আশা প্রকাশ করছে এই দুটি ঘটনাকে গুরুত্ব দিয়ে এর জন্য তদন্ত কমিটি করা হবে ।একই সাথে প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে ও দাবি জানিয়েছে প্রবাসীরা এর একটা বিহিত করার জন্য এবং দ্রুতগতিতে এই গার্ডকে কুয়েত থেকে প্রত্যাহার করে নিয়ে শাস্তির ব্যবস্থা করার জন্য ।প্রবাসীরা এখন ভয় পাচ্ছে যদি গার্ডের এই অনৈতিক আচরণ এর শিকার অন্যদেরও হতে হবে কি ? আমাদের প্রতিনিধি দূতাবাসের প্রথম সচিবের কাছে মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেন নি ।