কুলাউড়ায় আগামীকাল থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু
- আপডেটের সময় : ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
- / ১৩০৯ টাইম ভিউ
চৌধুরী আবু সাঈদ ফুয়াদ: কুলাউড়ায় আগামীকাল ৯ এপ্রিল মঙ্গলবার স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হবে। বিতরণী অনুষ্ঠানের উদ্ভোধন করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এসময় তিনি পৌর নাগরিকদের হাতে অত্যাধুনিক ওই কার্ড গুলো তুলে দেবেন। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে উদ্ভোধন শেষে পৌর মিলনায়তনে কুলাউড়া পৌর শহরের ১ ও ২ নং ওয়ার্ডের মোট ৩ হাজার ৬ শত ৭৬ জন পৌর নাগরিকের হাতে কার্ড তুলে দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ১ জুলাই পর্যন্ত কার্ড বিতরণ কর্মসূচী চলবে।
উপজেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, আগের প্লাস্টিকের এনআইডি কার্ড যারা হারিয়েছেন তারা ট্রেজারি চালানের মাধ্যমে ৩শত ৪৫ টাকা জমা দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। তিনি জানান, ১৩টি ইউনিয়নে ২ লক্ষ ২৪ হাজার ৫ শত ৯৪ টি স্মার্ট কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে। স্ব স্ব ইউনিয়নের নাগরিকগণ ইউনিয়ন অফিসে যোগাযোগ করে বিতরণের তারিখ জানতে পারবেন।#