আপডেট

x


কুলাউড়ায় ১০দিন ব্যাপী বন্যপ্রাণীর আবাসস্থল ও বনভূমি ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

বুধবার, ১৬ মার্চ ২০২২ | ৫:১৮ অপরাহ্ণ | 151 বার

কুলাউড়ায় ১০দিন ব্যাপী বন্যপ্রাণীর আবাসস্থল ও বনভূমি ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা
প্রশিক্ষণে বক্তব্য রাখছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী

দেশদিগন্ত ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের আয়োজনে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় “বন্যপ্রাণীর আবাসস্থল ও বনভূমি ব্যবস্থাপনা” শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকাল ১০টায় কুলাউড়া হর্টিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়কের কার্যালয়ে দশ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজারের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ারের সভাপতিত্বে ও
রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে দেন হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ক মো: আজিজুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মো: আজিজুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্যে দেন সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও মো: আব্দুর রব। প্রশিক্ষণে সাংবাদিক, শিক্ষক, বন প্রহরী, বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সদস্যসহ ৩০ জন সদস্য অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বন্যপ্রাণী বিভাগের উচ্চপ্রদস্থ কর্মকর্তা ও বন্যপ্রাণীর বিভিন্ন বিষয়ে অভিজ্ঞরা এই প্রশিক্ষণ দিবেন।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com