ঢাকা , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা রিডানডেন্ট ক্লোথিং আর মজুর মামার ‘বিশ্বকাপ’ ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের নামাজ পর্তুগালে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঈদের কাপড় কিনার জন্য মা’য়ের উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা লিসবনে বন্ধু মহলের আয়োজনে বিশাল ইফতার ও দোয়া মাহফিল

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

ছয়ফুল আলম সাইফুলঃ
  • আপডেটের সময় : ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯
  • / ৫৫২ টাইম ভিউ

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের কাছুরকাপন এলাকায় আজ যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক যুদ্ধাহত এক মুক্তিযোদ্ধা ও এর আরোহী মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন বাসযাত্রী আহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সোলেমান আলী (৬৫) ও তাঁর আত্মীয় একই ইউনিয়নের বাগজুরা গ্রামের আসাদ (১৮)।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোলেমান মোটরসাইকেলে করে কাছুরকাপন এলাকার দিকে যাচ্ছিলেন। তার পেছনে আসাদ বসা ছিলেন। একপর্যায়ে মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সোলেমান ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আসাদ, বাসের চালক পদু দেবসহ বাসের ১৩ জন যাত্রীকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আসাদ ও পদুর অবস্থার অবনতি ঘটায় তাদের সেখান থেকে মৌলভীবাজার জেলা সদরের হাসপাতালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজারে যাওয়ার পথে আসাদ মারা যান। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ তাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি। পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

আপডেটের সময় : ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের কাছুরকাপন এলাকায় আজ যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক যুদ্ধাহত এক মুক্তিযোদ্ধা ও এর আরোহী মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন বাসযাত্রী আহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সোলেমান আলী (৬৫) ও তাঁর আত্মীয় একই ইউনিয়নের বাগজুরা গ্রামের আসাদ (১৮)।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোলেমান মোটরসাইকেলে করে কাছুরকাপন এলাকার দিকে যাচ্ছিলেন। তার পেছনে আসাদ বসা ছিলেন। একপর্যায়ে মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সোলেমান ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আসাদ, বাসের চালক পদু দেবসহ বাসের ১৩ জন যাত্রীকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আসাদ ও পদুর অবস্থার অবনতি ঘটায় তাদের সেখান থেকে মৌলভীবাজার জেলা সদরের হাসপাতালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজারে যাওয়ার পথে আসাদ মারা যান। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ তাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি। পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।