কুলাউড়ায় শেখ রাসেলের জম্মবার্ষিকী পালিত
- আপডেটের সময় : ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ৪৫৯ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৫ তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার এর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম তনয়ের পরিচালনায় পরিষদ সভাকক্ষে জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,আলোচনাসভা,পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি ছিলেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওসিসি কর্মকর্তা মোঃ আমান উল্লাহ,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন,সঙ্গীত প্রশিক্ষক সুমিত্রা ভট্টাচার্য,চিত্রাংকন প্রশিক্ষক জাহানারা আক্তার,প্রাক প্রাথমিক প্রশিক্ষক সেবিন আক্তার ও রোমেনা আক্তার। বক্তব্য রাখেন শিশু বক্তা নুসরাত জাহান নুহা, নাফিসা আক্তার, মাহিরা আমরিন,ইসরাত জাহান প্রমুখ।
অনুষ্টানে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী শিশুদের নিয়ে কেক কেটে জম্মদিনের উদযাপন,বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়।