ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

কুলাউড়ায় শরীফপুরে নির্যাতনের শিকার দিনমজুর শামীম

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • / ৯৩৭ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শামীম আহমদ (৩৫) নামের এক দিনমজুরের উপর মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে আহত ওই দিনমজুর বর্তমানে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এদিকে এঘটনায় মা পেয়ারা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করলে সন্ত্রাসীরা তাদের প্রাণে মারার হুমকি দিচ্ছেন। সন্ত্রাসীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

থানায় দায়েরকৃত মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাত ৮টায় শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের দিনমজুর শামীম আহমদের উপর পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা হামলা চালায় একই ইউনিয়নের বাঘাজুর (মনু নদীর পাড়ে) গ্রামের আছকির আলী, মুবাশ্বির আলী, ফজল (২৫) সর্বপিতা কুদ্দুস আলী, আরমান আলী, (২৩) পিতা মক্কর আলী, মাজিদ আলী (৪৫) পিতা ইউসুফ আলী। দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে শামীম আহমদের সাথে তাদের মনোমালিন্য হয়ে আসছিলো। শামীম আহমদ তার বোনের বাড়ী বাঘাজুরা থেকে আসার সময় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তার উপর হামাল চালায়। একপর্যায়ে গাছের সাথে বেধে দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরে কুপাতে থাকে। এতে শামীম আহমদ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে পেয়ারা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শরীফপুর ইউপি মেম্বার ইসমাইল হোসেন বলেন, শামীমের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর অবস্থায় গাছের সাথে বেধে রাখে সন্ত্রাসীরা।

শামীমের মা পেয়ারা বেগম বলেন, আমার ছেলে দিনমজুর, টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছিনা, এতো টাকা পয়সা কোথায় পাবো। তার চিকিৎসা সঠিক সময়ের মধ্যে করতে না পারলে বাম পা কেটে ফেলতে হবে। তিনি আরো বলেন, ১৬ দিন ধরে আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিন্তু এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় নাই।

উল্টো সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে; এমনকি যেকোন সময় বাড়িতে এসে প্রাণে মারারও হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমি অসহায়, কি করে ছেলের চিকিৎসা সেবা চালিয়ে যাবো। তিনি পুলিশ প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন। এবিষয়ে কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ায় শরীফপুরে নির্যাতনের শিকার দিনমজুর শামীম

আপডেটের সময় : ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শামীম আহমদ (৩৫) নামের এক দিনমজুরের উপর মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে আহত ওই দিনমজুর বর্তমানে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এদিকে এঘটনায় মা পেয়ারা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করলে সন্ত্রাসীরা তাদের প্রাণে মারার হুমকি দিচ্ছেন। সন্ত্রাসীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

থানায় দায়েরকৃত মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাত ৮টায় শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের দিনমজুর শামীম আহমদের উপর পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা হামলা চালায় একই ইউনিয়নের বাঘাজুর (মনু নদীর পাড়ে) গ্রামের আছকির আলী, মুবাশ্বির আলী, ফজল (২৫) সর্বপিতা কুদ্দুস আলী, আরমান আলী, (২৩) পিতা মক্কর আলী, মাজিদ আলী (৪৫) পিতা ইউসুফ আলী। দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে শামীম আহমদের সাথে তাদের মনোমালিন্য হয়ে আসছিলো। শামীম আহমদ তার বোনের বাড়ী বাঘাজুরা থেকে আসার সময় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তার উপর হামাল চালায়। একপর্যায়ে গাছের সাথে বেধে দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরে কুপাতে থাকে। এতে শামীম আহমদ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে পেয়ারা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শরীফপুর ইউপি মেম্বার ইসমাইল হোসেন বলেন, শামীমের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর অবস্থায় গাছের সাথে বেধে রাখে সন্ত্রাসীরা।

শামীমের মা পেয়ারা বেগম বলেন, আমার ছেলে দিনমজুর, টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছিনা, এতো টাকা পয়সা কোথায় পাবো। তার চিকিৎসা সঠিক সময়ের মধ্যে করতে না পারলে বাম পা কেটে ফেলতে হবে। তিনি আরো বলেন, ১৬ দিন ধরে আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিন্তু এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় নাই।

উল্টো সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে; এমনকি যেকোন সময় বাড়িতে এসে প্রাণে মারারও হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমি অসহায়, কি করে ছেলের চিকিৎসা সেবা চালিয়ে যাবো। তিনি পুলিশ প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন। এবিষয়ে কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।