ঢাকা , মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

কুলাউড়ায় মনুনদী বেড়ীবাঁধ ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে কাউকাপন বাজার

ছয়ফুল আলম সাইফুলঃ
  • আপডেটের সময় : ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • / ১৫৬৩ টাইম ভিউ

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে গত কয়েক দিনের অতিবৃষ্টি, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মনু নদের পানি ওঠানামা করছে। এ কারণে নদের প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। মনু নদের ভাঙনে শতাব্দী প্রাচীন কাউকাপন বাজারের বড় অংশের দোকানপাট সহ প্রায় ৭০০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

জানা গেছে, গত এক সাপ্তাহে ১৩টি দোকান নদে বিলীন হয়েছে। বিগত বছর নদের ভাঙনে এই বাজারের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ক্রমাগত ভাঙনের কারণে কাউকাপন বাজারে প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়ে যাওয়া শমশেরনগর-কুলাউড়া সড়কের কুণিমোড়া-তারাপাশা হয়ে রাজনগর যাওয়ার পাকা সড়কটি হুমকির মুখে পড়েছে। সড়কটি রক্ষা নিয়ে এলাকাবাসী শঙ্কায় পড়েছে। সড়কটি ভেঙে গেলে নদের পানি ঢুকে আশপাশের বিভিন্ন এলাকাসহ কমলগঞ্জ উপজেলার পতনউষার, মুন্সীবাজার এবং রাজনগর উপজেলার তারাপাশা, কামারচাক ইউনিয়নসহ মৌলভীবাজার শহর তলিয়ে যেতে পারে।

গত দুই বছরে বাজারটির অন্তত ৪৩টি দোকান নদে বিলীন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তবে পানি উন্নয়ন বোর্ড মনে করছে, বর্তমানে কাউকাপন বাজারের প্রতিরক্ষা বাঁধটি দোকানপাটের কারণে ভেঙে যাচ্ছে। কারণ বাঁধের ওপর দোকানপাটগুলো পড়েছে। প্রতিরক্ষা বাঁধ ঘেঁষে দোকানপাট স্থাপন করা একেবারেই ঠিক হয়নি। বাঁধে অতিরিক্ত চাপ পড়ায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের পাশ থেকে দোকানপাট দ্রুত সরিয়ে নিতে হবে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর ও কুলাউড়া উপজেলার কাউকাপন বাজারসহ ৬৭টি স্থানে ভাঙন রোধ ও বাঁধ রক্ষণাবেক্ষণে এক হাজার কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কাউকাপন বাজার রক্ষায় গৃহীত প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান বিগত কয়েক বছর থেকে ক্রমাগত ভাঙনের কারণে কাউকাপন বাজারে প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়ে যাওয়া শমশেরনগর-কুলাউড়া সড়কের কুণিমোড়া-তারাপাশা হয়ে রাজনগর যাওয়ার পাকা সড়কটি বর্তমানে হুমকির মুখে পড়েছে। সড়কটি ভেঙে গেলে নদের পানি ঢুকে আশপাশের বিভিন্ন এলাকাসহ কমলগঞ্জ উপজেলার পতনউষার, মুন্সীবাজার এবং রাজনগর উপজেলার তারাপাশা, কামারচাক ইউনিয়নসহ মৌলভীবাজার শহর তলিয়ে যেতে পারে।জরুরী ভিত্তিতে মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ায় মনুনদী বেড়ীবাঁধ ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে কাউকাপন বাজার

আপডেটের সময় : ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে গত কয়েক দিনের অতিবৃষ্টি, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মনু নদের পানি ওঠানামা করছে। এ কারণে নদের প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। মনু নদের ভাঙনে শতাব্দী প্রাচীন কাউকাপন বাজারের বড় অংশের দোকানপাট সহ প্রায় ৭০০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

জানা গেছে, গত এক সাপ্তাহে ১৩টি দোকান নদে বিলীন হয়েছে। বিগত বছর নদের ভাঙনে এই বাজারের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ক্রমাগত ভাঙনের কারণে কাউকাপন বাজারে প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়ে যাওয়া শমশেরনগর-কুলাউড়া সড়কের কুণিমোড়া-তারাপাশা হয়ে রাজনগর যাওয়ার পাকা সড়কটি হুমকির মুখে পড়েছে। সড়কটি রক্ষা নিয়ে এলাকাবাসী শঙ্কায় পড়েছে। সড়কটি ভেঙে গেলে নদের পানি ঢুকে আশপাশের বিভিন্ন এলাকাসহ কমলগঞ্জ উপজেলার পতনউষার, মুন্সীবাজার এবং রাজনগর উপজেলার তারাপাশা, কামারচাক ইউনিয়নসহ মৌলভীবাজার শহর তলিয়ে যেতে পারে।

গত দুই বছরে বাজারটির অন্তত ৪৩টি দোকান নদে বিলীন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তবে পানি উন্নয়ন বোর্ড মনে করছে, বর্তমানে কাউকাপন বাজারের প্রতিরক্ষা বাঁধটি দোকানপাটের কারণে ভেঙে যাচ্ছে। কারণ বাঁধের ওপর দোকানপাটগুলো পড়েছে। প্রতিরক্ষা বাঁধ ঘেঁষে দোকানপাট স্থাপন করা একেবারেই ঠিক হয়নি। বাঁধে অতিরিক্ত চাপ পড়ায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের পাশ থেকে দোকানপাট দ্রুত সরিয়ে নিতে হবে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর ও কুলাউড়া উপজেলার কাউকাপন বাজারসহ ৬৭টি স্থানে ভাঙন রোধ ও বাঁধ রক্ষণাবেক্ষণে এক হাজার কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কাউকাপন বাজার রক্ষায় গৃহীত প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান বিগত কয়েক বছর থেকে ক্রমাগত ভাঙনের কারণে কাউকাপন বাজারে প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়ে যাওয়া শমশেরনগর-কুলাউড়া সড়কের কুণিমোড়া-তারাপাশা হয়ে রাজনগর যাওয়ার পাকা সড়কটি বর্তমানে হুমকির মুখে পড়েছে। সড়কটি ভেঙে গেলে নদের পানি ঢুকে আশপাশের বিভিন্ন এলাকাসহ কমলগঞ্জ উপজেলার পতনউষার, মুন্সীবাজার এবং রাজনগর উপজেলার তারাপাশা, কামারচাক ইউনিয়নসহ মৌলভীবাজার শহর তলিয়ে যেতে পারে।জরুরী ভিত্তিতে মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।