ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের উদাসীনতা…

দেশদিগন্ত ডেক্স
  • আপডেটের সময় : ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • / ২০২৫ টাইম ভিউ

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গৌরীশংকর এলাকায় পিডিবির ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের একটি খুঁটি গত ৪ মাস থেকে ঝুঁকিপূর্ন অবস্থায় হেলে আছে। এলাকার লোকজন ঝুঁকিপূর্ন এ খুঁটির কথা কুলাউড়া বিদ্যুৎ অফিসে বার বার জানানোর পরও তাতে কোন সুফল হয়নি। ঝুঁকিপূর্ন এ খুঁটি উপড়ে পড়ে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। এছাড়াও কুলাউড়া-বড়লেখা সড়কের পুশাইনগর বাজারের উত্তর পাশে রামপাশা এলাকায় একটি আকাশমনী জীবিত গাছের সাথে টানানো হয়েছে বিদ্যুতের লাইন। এসব কিছু সাধারণ মানুষের নজরে আসলেও তা দেখছেননা বিদ্যুৎ বিভাগের লোকজন।

সরেজমিনে দেখা যায়, কুলাউড়া পুশাইনগর বাজার হয়ে ভূকশিমইল যাওয়ার রাস্তার পাশ দিয়ে টানা হয়েছে পিডিবির ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন। গত টানা বন্যায় এসব লাইনের অনেক খুঁটিরই নড়বড়ে অবস্থা হয়েছে। যার মধ্যে গৌরীশংকর এলাকায় রাস্তার পাশে একটি খুঁটি লাইনসহ হেলে পড়ে মারাত্বক ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। লাইনসহ খুঁটিটি একেবারে রাস্তার উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। জয়চন্ডী ও ভুকশিমইল ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করেন এ রাস্তা দিয়ে। যে কোন সময় খুঁটি উপড়ে পড়ে ঘটতে পারে প্রানঘাতী দূর্ঘটনা। বিষয়টি গত চার মাস থেকে বিদ্যুৎ অফিসে একাধিকবার জানিয়েছেন এলাকার লোকজন। তাতে কোন কর্নপাত করেনি তারা। উল্টো কাজ করছি, করবো বলে সময় ক্ষেপন করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। এই লাইনটি ছিড়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন এর দায়ভার কে নেবে? এমন প্রশ্ন সাধারণ মানুষের। নাকি দুর্ঘটনা ঘটার পর টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয় বাসিন্দা মো. কাওছার হোসেইন, জায়েদ আহমদ, সিরাজ মিয়াসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, বন্যার সময় বিদ্যুতের খুঁটিটি হেলে পড়েছিল। এরপর থেকে একাধিকবার বিদ্যুৎ অফিসের লোকজনকে হেলে পড়া খুঁটির ব্যাপারে বলা হলেও তারা আজ পর্যন্ত মেরামতের কোন ব্যবস্থা নেয়নি। প্রত্যেকবার বিদ্যুৎ অফিসে ফোন করলেই বিষয়টি দেখবো, দেখছি বলে ফোন লাইন কেটে দেন। এভাবে দেখবো দেখছি বলে আর কতদিন যাবে।

এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যান চালক ও এলাকাবাসীর দাবি কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগে যেনো এই খুঁটিসহ হেলে পড়া প্রত্যেকটি ঝুঁকিপূর্ন খুঁটির মেরামত কাজ করা হয়।

এব্যাপারে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবু ফাত্তাহ মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি কুলাউড়ায় নতুন যোগদান করেছেন। খোঁজ নিয়ে বিষয়টি দেখছেন। #

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের উদাসীনতা…

আপডেটের সময় : ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গৌরীশংকর এলাকায় পিডিবির ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের একটি খুঁটি গত ৪ মাস থেকে ঝুঁকিপূর্ন অবস্থায় হেলে আছে। এলাকার লোকজন ঝুঁকিপূর্ন এ খুঁটির কথা কুলাউড়া বিদ্যুৎ অফিসে বার বার জানানোর পরও তাতে কোন সুফল হয়নি। ঝুঁকিপূর্ন এ খুঁটি উপড়ে পড়ে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। এছাড়াও কুলাউড়া-বড়লেখা সড়কের পুশাইনগর বাজারের উত্তর পাশে রামপাশা এলাকায় একটি আকাশমনী জীবিত গাছের সাথে টানানো হয়েছে বিদ্যুতের লাইন। এসব কিছু সাধারণ মানুষের নজরে আসলেও তা দেখছেননা বিদ্যুৎ বিভাগের লোকজন।

সরেজমিনে দেখা যায়, কুলাউড়া পুশাইনগর বাজার হয়ে ভূকশিমইল যাওয়ার রাস্তার পাশ দিয়ে টানা হয়েছে পিডিবির ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন। গত টানা বন্যায় এসব লাইনের অনেক খুঁটিরই নড়বড়ে অবস্থা হয়েছে। যার মধ্যে গৌরীশংকর এলাকায় রাস্তার পাশে একটি খুঁটি লাইনসহ হেলে পড়ে মারাত্বক ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। লাইনসহ খুঁটিটি একেবারে রাস্তার উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। জয়চন্ডী ও ভুকশিমইল ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করেন এ রাস্তা দিয়ে। যে কোন সময় খুঁটি উপড়ে পড়ে ঘটতে পারে প্রানঘাতী দূর্ঘটনা। বিষয়টি গত চার মাস থেকে বিদ্যুৎ অফিসে একাধিকবার জানিয়েছেন এলাকার লোকজন। তাতে কোন কর্নপাত করেনি তারা। উল্টো কাজ করছি, করবো বলে সময় ক্ষেপন করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। এই লাইনটি ছিড়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন এর দায়ভার কে নেবে? এমন প্রশ্ন সাধারণ মানুষের। নাকি দুর্ঘটনা ঘটার পর টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয় বাসিন্দা মো. কাওছার হোসেইন, জায়েদ আহমদ, সিরাজ মিয়াসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, বন্যার সময় বিদ্যুতের খুঁটিটি হেলে পড়েছিল। এরপর থেকে একাধিকবার বিদ্যুৎ অফিসের লোকজনকে হেলে পড়া খুঁটির ব্যাপারে বলা হলেও তারা আজ পর্যন্ত মেরামতের কোন ব্যবস্থা নেয়নি। প্রত্যেকবার বিদ্যুৎ অফিসে ফোন করলেই বিষয়টি দেখবো, দেখছি বলে ফোন লাইন কেটে দেন। এভাবে দেখবো দেখছি বলে আর কতদিন যাবে।

এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যান চালক ও এলাকাবাসীর দাবি কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগে যেনো এই খুঁটিসহ হেলে পড়া প্রত্যেকটি ঝুঁকিপূর্ন খুঁটির মেরামত কাজ করা হয়।

এব্যাপারে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবু ফাত্তাহ মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি কুলাউড়ায় নতুন যোগদান করেছেন। খোঁজ নিয়ে বিষয়টি দেখছেন। #