কুলাউড়ায় বিজিবির গুলিতে যুবক নিহত
- আপডেটের সময় : ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ৪০৩ টাইম ভিউ
কুলাউড়ায় বিজিবি’র গুলিতে বদরুল ইসলাম (২৩) নামে এক বিড়ি চোরাকারবারি নিহত হয়েছেন। এ সময় ওই চোরাকারবারিদের কাছ থেকে ২ লাখ পিছ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে বিজিবি।
(৩০ জুলাই) বৃহস্পতিবার ভোররাতে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী পৃথিমপাশা ইউনিয়নের মনু নদে নির্মানাধীন রাজাপুর ব্রিজের পার্শ্ববর্তী শুখনাভী চরে এ ঘটনা ঘটে। নিহত বদরুল পার্শ্ববর্তী হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে।
বিজিবি’র পৃথিমপাশা আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের জানান,ভারত থেকে সংঘবদ্ধ চোরাকারবারিরা নাসির বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আগে থেকেই ঘটনাস্থলে উৎ পেতে বসেছিল। ভোররাত প্রায় ৪ টার দিকে চোরাকারবারিরা ভারত সীমান্তের কাঁটাতারের কাছ থেকে প্রায় ও লাখ পিছ নাসির বিড়ি নিয়ে নৌকা যোগে ঘটনাস্থলে এসে বিড়ি নামাচ্ছিল। এসময় বিজিবি বাশি বাজালে তারা বিড়ি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বিড়ি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসতে চাইলে চোরাকারবারিরা তাদের দলবল নিয়ে এসে দেশিয় অস্ত্র দিয়ে বিজিবির ওপর হামলা চালিয়ে বিড়িগুলো নিয়ে যেতে চায়। এমনকি বিজিবির কাছ থেকে ৫০ হাজার পিছ বিড়ি ছিনিয়ে নিয়ে আসে। এসময় বিজিবি আত্মরক্ষার্থে ১ রাউন্ড গুলি চালালে একটি গুলি বদরুলের বুকে লাগলে ঘটনাস্থলে সে নিহিত হয়। ঘটনার পর থেকে এলাকায় তমতমে পরিস্থিতি বিরাজ করছে।#