কুলাউড়ায় বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরণ

- আপডেটের সময় : ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ৫০৬ টাইম ভিউ
করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র, কর্মহীন, অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু। নিজ জন্মমাটি কাদিপুর ইউনিয়নের সাতশত (৭০০) পরিবারের মধ্যে তিনি খাদ্য সামগ্রী হিসেবে (চাল, ডাল, আলু) বিতরণ করেছেন। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা হতদরিদ্র,দিনমজুর, নিম্নবিত্ত মানুষের জন্য এপ্রিলের শুরু থেকে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন বাবলু। শুধু খাদ্য সহায়তা নয় তিনি প্রথম ধাপে জনসচেতনতায় কাদিপুরের বিভিন্ন এলাকাসহ কুলাউড়ায় দুই হাজার মাস্ক বিতরণ করেন। কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বর্তমানে যুবদল ও বিএনপির সাথে সক্রিয় আব্দুল মুহিত বাবলু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাদিপুরে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী উদীয়মান সমাজসেবক, জনদরদী বাবলু বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের পাশে সবসময় থাকতে চাই, সেবা করতে চাই। অতীতেও বন্যা, খরাসহ যেকোন দূযোর্গে নিজের অবস্হান থেকে সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছি। গত কয়েকদিনে কাদিপুর ইউনিয়নের মনসুর, হোসেনপুর, আমতৈল, গুপ্তগ্রাম, ভাগমতপুর, তিলকপুর, ছকাপন, ফরিদপুর, কিয়াতলা, চুনঘর ও কৌলা গ্রামে ৭০০
পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌছে দিয়েছি। তিনি আরও বলেন, করনো পরিস্হিতি স্হিতিশীল থাকলে রমজানের মাঝামাঝি আরও পরিবারের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। তিনি কাদিপুরসহ সর্বস্তরের মানুষকে সচেতনতা ও সতর্কতার সাথে এ পরিস্হিতি মোকাবেলার উদাত্ত আহবান জানান।