ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

কুলাউড়ায় নিরীহ লোককে হয়রানির প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দেশদিগন্ত ডেক্স
  • আপডেটের সময় : ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • / ১৪১৫ টাইম ভিউ

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রাম থেকে একটি সাজাপ্রাপ্ত মামলার আসামী হিসেবে শুধুমাত্র নামের মিল থাকায় মূল আসামীকে রেখে অন্য একজন নিরীহ লোককে গ্রেফতার করে হয়রানী, আর্থিক ক্ষতি ও মানহানির ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবী করা হয়েছে।

১৮ নভেম্বর শনিবার দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ দাবী জানিয়েছেন হয়রানির শিকার হওয়া মো: নূরুল ইসলামের ভাই কেওলাকান্দি গ্রামের মোঃ আলমগীর হোসেন। তবে কুলাউড়া থানার এসআই সাব্বির বলেছেন আদালতের ভূলের কারণে এটি হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার বাদী মোঃ জামাল আহমদ লেদু ও হয়রানীর শিকার মোঃ নূরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রামের মোঃ আলমগীর হোসেন বলেন, আমার বড় ভাই মোঃ নূরুল ইসলাম এর বিরুদ্ধে থানায় কিংবা আদালতে কোন ধরনের মামলা-মোকদ্দমা নেই। অথচ কুলাউড়া উপজেলার ৮নং রাতগাঁও ইউনিয়নের বাগাজুড়ী গ্রামের মোঃ জামাল আহমদ লেদু বাদী হয়ে ২০১৫ সালের ৫ মে কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র মোঃ নূরুল ইসলাম (২৫)-কে প্রধান আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সি,আর-৬৫/১৫ (কুলাউড়া)।

আদালতে মামলার রায়ে আসামী মোঃ নূরুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আদালতের রায়ের আদেশ কার্যকর করার জন্য কুলাউড়া থানায় প্রেরণ করা হয়। কিন্তু নামে মিল থাকায় কোন প্রকার যাচাই না করেই প্রকৃত আসামীর পরিবর্তে কুলাউড়া থানার এসআই মো. সাব্বির আহমদসহ পুলিশ সদস্যরা গত ১১ নভেম্বর শনিবার দিবাগত রাত অনুমান দেড় ঘটিকায় কেওলাকান্দি গ্রামের নিজ বাড়িতে এসে আমার বড় ভাই মোঃ নূরুল ইসলাম (৪৭)কে গ্রেফতার করে কুলাউড়া থানায় নিয়ে যান। নামের মিল থাকায় ভুল হচ্ছে বিষয়টি জানতে পেরে মামলার বাদি মোঃ জামাল আহমদ লেদু ১১ নভেম্বর শনিবার কুলাউড়া থানায় গিয়ে বলে ধৃত জানিয়ে তাকে ছেড়ে দিতে অনুরোধ করেছিলেন। তাপরও ঐ রাতেই পুলিশ তড়িঘড়ি করে তার ভাইকে গ্রেফতার করে হয়রানি, আর্থিক ক্ষতি ও এলাকায় মানহানি ঘটান।

পুলিশ সদস্যদেরকে বিষয়টি বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও তারা নামের মিলে ভুলক্রমে ধৃত তার ভাইকে (নূরুল ইসলামকে) গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে সোপর্দ করে বলে অভিযোগ করেন হয়রানীর শিকার নূরুল ইসলামের ছোট ভাই আলমগীর হোসেন। পরদিন ১২ নভেম্বর রোববার আদালতে প্রেরণ করা হলে মামলার বাদির সহায়তায় আদালত থেকে জামিনে নিয়ে আসি। সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন জানান, এ ঘটনায় গত ১৪ নভেম্বর মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে ন্যায় বিচারের স্বার্থে মামলার আসামী ছাড়াই আমার নিরীহ ভাইকে গ্রেফতার ও হয়রানি বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। যার অনুলিপি পুলিশের আইজিপি, সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মামলার বাদী মোঃ জামাল আহমদ লেদু এ ঘটনায় দু:খ প্রকাশ করে প্রকৃত আসামী মোঃ নূরুল ইসলামকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

হরানীর শিকার কেওলাকান্দি গ্রামের মোঃ নূরুল ইসলাম তাকে কেন নামের ভূলের কারণে গ্রেফতার করে সামাজিকভাবে মানহানি করা হলো তার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করেন। তিনি বলেন, পুলিশি গ্রেফতারের কারণে তার সন্তানরা স্কুলে গিয়েও এখন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে কুলাউড়া থানার এসআই মোঃ সাব্বির আহমদ নিজের ভুল স্বীকার না করে বলেন, আদালতের ভূলের কারণে কেওলাকান্দি গ্রামের মোঃ নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। এখানে আমার কিছুই করার ছিল না। আমি আদালতের ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করেছি। পরে আদালত থেকে পূনরায় প্রকৃত আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।#

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ায় নিরীহ লোককে হয়রানির প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেটের সময় : ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রাম থেকে একটি সাজাপ্রাপ্ত মামলার আসামী হিসেবে শুধুমাত্র নামের মিল থাকায় মূল আসামীকে রেখে অন্য একজন নিরীহ লোককে গ্রেফতার করে হয়রানী, আর্থিক ক্ষতি ও মানহানির ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবী করা হয়েছে।

১৮ নভেম্বর শনিবার দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ দাবী জানিয়েছেন হয়রানির শিকার হওয়া মো: নূরুল ইসলামের ভাই কেওলাকান্দি গ্রামের মোঃ আলমগীর হোসেন। তবে কুলাউড়া থানার এসআই সাব্বির বলেছেন আদালতের ভূলের কারণে এটি হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার বাদী মোঃ জামাল আহমদ লেদু ও হয়রানীর শিকার মোঃ নূরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রামের মোঃ আলমগীর হোসেন বলেন, আমার বড় ভাই মোঃ নূরুল ইসলাম এর বিরুদ্ধে থানায় কিংবা আদালতে কোন ধরনের মামলা-মোকদ্দমা নেই। অথচ কুলাউড়া উপজেলার ৮নং রাতগাঁও ইউনিয়নের বাগাজুড়ী গ্রামের মোঃ জামাল আহমদ লেদু বাদী হয়ে ২০১৫ সালের ৫ মে কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র মোঃ নূরুল ইসলাম (২৫)-কে প্রধান আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সি,আর-৬৫/১৫ (কুলাউড়া)।

আদালতে মামলার রায়ে আসামী মোঃ নূরুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আদালতের রায়ের আদেশ কার্যকর করার জন্য কুলাউড়া থানায় প্রেরণ করা হয়। কিন্তু নামে মিল থাকায় কোন প্রকার যাচাই না করেই প্রকৃত আসামীর পরিবর্তে কুলাউড়া থানার এসআই মো. সাব্বির আহমদসহ পুলিশ সদস্যরা গত ১১ নভেম্বর শনিবার দিবাগত রাত অনুমান দেড় ঘটিকায় কেওলাকান্দি গ্রামের নিজ বাড়িতে এসে আমার বড় ভাই মোঃ নূরুল ইসলাম (৪৭)কে গ্রেফতার করে কুলাউড়া থানায় নিয়ে যান। নামের মিল থাকায় ভুল হচ্ছে বিষয়টি জানতে পেরে মামলার বাদি মোঃ জামাল আহমদ লেদু ১১ নভেম্বর শনিবার কুলাউড়া থানায় গিয়ে বলে ধৃত জানিয়ে তাকে ছেড়ে দিতে অনুরোধ করেছিলেন। তাপরও ঐ রাতেই পুলিশ তড়িঘড়ি করে তার ভাইকে গ্রেফতার করে হয়রানি, আর্থিক ক্ষতি ও এলাকায় মানহানি ঘটান।

পুলিশ সদস্যদেরকে বিষয়টি বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও তারা নামের মিলে ভুলক্রমে ধৃত তার ভাইকে (নূরুল ইসলামকে) গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে সোপর্দ করে বলে অভিযোগ করেন হয়রানীর শিকার নূরুল ইসলামের ছোট ভাই আলমগীর হোসেন। পরদিন ১২ নভেম্বর রোববার আদালতে প্রেরণ করা হলে মামলার বাদির সহায়তায় আদালত থেকে জামিনে নিয়ে আসি। সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন জানান, এ ঘটনায় গত ১৪ নভেম্বর মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে ন্যায় বিচারের স্বার্থে মামলার আসামী ছাড়াই আমার নিরীহ ভাইকে গ্রেফতার ও হয়রানি বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। যার অনুলিপি পুলিশের আইজিপি, সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মামলার বাদী মোঃ জামাল আহমদ লেদু এ ঘটনায় দু:খ প্রকাশ করে প্রকৃত আসামী মোঃ নূরুল ইসলামকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

হরানীর শিকার কেওলাকান্দি গ্রামের মোঃ নূরুল ইসলাম তাকে কেন নামের ভূলের কারণে গ্রেফতার করে সামাজিকভাবে মানহানি করা হলো তার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করেন। তিনি বলেন, পুলিশি গ্রেফতারের কারণে তার সন্তানরা স্কুলে গিয়েও এখন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে কুলাউড়া থানার এসআই মোঃ সাব্বির আহমদ নিজের ভুল স্বীকার না করে বলেন, আদালতের ভূলের কারণে কেওলাকান্দি গ্রামের মোঃ নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। এখানে আমার কিছুই করার ছিল না। আমি আদালতের ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করেছি। পরে আদালত থেকে পূনরায় প্রকৃত আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।#