কুলাউড়ায় কেন্দ্রিয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভা
- আপডেটের সময় : ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ১০৪৪ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়া উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
(০১ এপ্রিল) সোমবার বিআরডিবির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চুনঘর কৃষক সমবায় সমিতির সভাপতি কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে এবং উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কেন্দ্রিয় সমবায় সমিতির বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. তাজুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কেন্দ্রিয় সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পরিচালক ছোয়াব আলী ও মিনারা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রিয় সমবায় সমিতির মহিলা মাঠ কর্মকর্তা নাজনীন সুলতানা, দিলারা বেগম ও নুরুন নাহার,পুরুষ মাঠ কর্মকর্তা শহীদুল ইসলাম,পরিচালক সিপ্রা রানী, ইন্তাজ আলী, সৈয়দ সিদ্দিকুর রহমান, কুলাউড়া রিপোটার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীরসহ বিভিন্ন সমিতির সভাপতিও ম্যানেজারবৃন্দ।