কুলাউড়ায় কর্মহীন পরিবারের পাশে বদরুল আলম চৌধুরী শিপলু
- আপডেটের সময় : ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ৫৭০ টাইম ভিউ
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কার্যত লকডাউনে সারা দেশ। এমতাবস্থায় কর্মহীন হয়ে পড়েছে দেশের প্রায় সকল পরিবার। তন্মধ্যে কর্মহীন হয়ে বেশ কষ্টে দিনাতিপাত করছেন নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে বৃহত্তর সিলেটে প্রাচিনতম সামাজিক সংগঠন জালালবাদ এসোসিয়েশন ক্যালিফোর্নিয়া সাবেক সাধারন সম্পাদক বদরুল আলম চৌধুরী শিবলুর উদ্দ্যোগে ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলায় কাদিপুর ইউনিয়নের অসহায় ৭৫ টি পরিবারের মধ্যে খাদ্য বিতরন করা হয়েছে।

কোন জনসমাগম ছাড়া আর্তমানবতার সেবায় জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া:
করোনা মহামারীর সংকটকালে বাংলাদেশের নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসেবে মৌলভাবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর, ভাগমতপুর ও কাদিপুর গ্রামের ৭৫টি পরিবারের মধ্যে খাদ্যদ্রব্যের ব্যাগ বিতরন করা হয়।খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, লবন, তেল, আলু, চানা, পেয়াজ ও সাবান।
জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপলু এই ত্রান বিতরন সমন্বয় করেন। সহায়তা প্রাপ্ত পরিবার বর্গ এই দূর্যোগ মুহুর্তে তাদেরকে সহায়তার জন্য জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু ও সাধারন সম্পাদক বদরুল আলম মাসুদ সহ সকল নেতৃবৃন্ধকে আন্তরিক ধন্যবাদ জানান।