কুলাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
- আপডেটের সময় : ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
- / ৮৩০ টাইম ভিউ
দেশ দিগন্ত ডেক্স: “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস- ২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে আজ ১৩ অক্টোবর দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে এক র্যালি শহর এলাকা প্রদক্ষিন করে। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সমাজসেবা অফিসার নুরুল মাহমুদ ভূঁইয়া, প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।#